Advertisement
Advertisement
Padatik Trailer

আয়নার সামনে নগ্ন মৃণাল সেন! সৃজিতের ‘পদাতিক’ ট্রেলারে চূড়ান্ত চমক

আগামী ১৫ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে চঞ্চল চৌধুরী, মনামী ঘোষ, জীতু কমল, কোরাক সামন্ত অভিনীত ছবিটি।

Srijit Mukherji's Padatik Trailer celebrates Mrinal Sen's cinematic journey
Published by: Suparna Majumder
  • Posted:August 4, 2024 1:51 pm
  • Updated:August 4, 2024 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব সিনেমায় যেমন রায় যুগের ‘পথের পাঁচালী’ আছে, তেমনই আছে সেন পর্বের ‘ভুবন সোম’। আছে ‘আকালের সন্ধানে’, ‘মৃগয়া’র বাস্তব। ‘একদিন প্রতিদিন’-এর ‘কলকাতা ৭১’। সেই সমস্ত কিছু ‘পদাতিক’ সিনেমায় তুলে ধরেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। পোস্টার-টিজারে নিজের লুক আর অভিনয়ে চমকে দিয়েছেন তিনি। ট্রেলারে চমক কোরাক সামন্ত। কিংবদন্তির চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করতে ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হয়েছেন তিনি।

Padatik-Inside-Pic

Advertisement

ছবিতে মৃণাল সেনের অল্প বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরাক। নিজেকে খোঁজার জন্য পরিচালককে যে চূড়ান্ত চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেই সমস্ত কাহিনি সৃজিত তুলে ধরেছেন। তাতেই আয়নার সামনের এই দৃশ্যটি এসেছে। শোনা যায়, এক সময় বিবস্ত্র অবস্থাতেই আয়নার সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন কিংবদন্তি। কিন্তু হার তিনি মানেননি। ফিনিক্স পাখির মতো সিনেমাকে দিয়েছেন ‘নিউ ওয়েভ’।

[আরও পড়ুন: বিরিয়ানি প্রেম! কোথায় পৌঁছে গেলেন রাজ-শুভশ্রী-আবির?]

এর আগে মৃণাল সেনের চরিত্র প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে চঞ্চল চৌধুরী বলেছিলেন, “মৃণাল সেন চলচ্চিত্র জগতের একজন দিকপাল। শ্রেষ্ঠতম একজন পরিচালকের চরিত্রে অভিনয় করা মানে একটা ইতিহাসের অংশ হয়ে থাকা। ভালো-মন্দ এটা পরের বিষয়।” পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও ছবিটি মৃণাল সেনকে শ্রদ্ধা জানিয়েই তৈরি করেছেন।

 

মেলবোর্ন, লন্ডন, টরোন্টো, সিডনির মতো জায়গার চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ‘পদাতিক’। নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে সৃজিতের এই ছবি জিতে নিয়েছে সেরা স্ক্রিনপ্লের পুরস্কার। ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন মনামী ঘোষ। সৃজিতের এই ছবির সৌজন্যেই আরও একবার বড়পর্দায় সত্যজিৎ রায় হিসেবে দেখা যাবে জীতু কমলকে। আগামী ১৫ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে ‘পদাতিক’।

[আরও পড়ুন: ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত Horoscope: আয় বেশি না খরচ? শরীর ভালো থাকবে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement