Advertisement
Advertisement

Breaking News

Shontaan premier

‘খাদান’ টিশার্ট পরেই রাজের ছবি ‘সন্তান’ দেখলেন সৃজিত, বাংলা সিনেমার মেলবন্ধন

বাংলা সিনেমার মেলবন্ধনের বার্তা দিতেই কি 'খাদান' টিশার্ট পরে 'সন্তান' দেখলেন সৃজিত? সরল প্রশ্ন ভক্তদের।

Srijit Mukherji wears Khadaan T-shirt at Shontaan premier
Published by: Sandipta Bhanja
  • Posted:December 18, 2024 8:21 pm
  • Updated:December 18, 2024 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের বক্স অফিসে বড় খেলা! দেবের ‘খাদান’ (Khadaan), রাজ চক্রবর্তীর ‘সন্তান’ (Shontaan), প্রতীম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ এবং মানসী সিনহা পরিচালিত ‘৫ নং স্বপ্নময় লেন’। প্রতিযোগিতা কিন্তু এখানেই শেষ নয়! হলিউডের ‘মুফাসা’ও রয়েছে। যে ছবির মূল চমক শাহরুখ খানের ভয়েস। এদিকে বলিউডের ‘বেবি জন’। আবার ‘পুষ্পা’র দাপটে বাংলা ছবির কম সংখ্যক শো পাওয়া নিয়েও চর্চা জারি। সব মিলিয়ে লড়াইটা শুধু টলিউডের অন্দরে নয়। অন্য ভাষার সিনেমার সঙ্গেও। এর মাঝেই সম্প্রতি দেবের ‘খাদান’-এর প্রচার এবং রাজের ‘সন্তান’ ব়্যাপে দ্বন্দ্বের গন্ধ পেয়েছিল নেটপাড়া। তার পরই বাংলা সিনে ইন্ডাস্ট্রির স্বার্থে দেবের ‘খাদান’ নিয়ে বড় বার্তা দেন সৃজিত মুখোপাধ্যায়। এবার ‘সন্তান’-এর প্রিমিয়ারেও কি তাই ‘খাদান’-এর হয়ে প্রচার সৃজিতের?

বাংলা সিনেমার সুদিন ফেরাতে হলে যে ‘খাদান’-এর মতো কমার্শিয়াল সিনেমাকে আরও বেশি করে প্রচার করতে হবে, পোস্টেই সেটা সাফ বুঝিয়ে দিয়েছিলেন পরিচালক। আর মঙ্গলবার রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ সিনেমার প্রিমিয়ারেও ‘খাদান’ টিশার্ট পরে দেখা গেল সৃজিত মুখোপাধ্যায়। পরিচালকের পাশে হাঁটতে দেখা গেল ‘সন্তান’ ছবির প্রযোজক তথা এসভিএফ-এর কর্ণধার শ্রীকান্ত মোহতাকে। প্রযোজকের সঙ্গে পরিচালকের সেই কথোপকথনের মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না ফটোশিকারিরা। যে ভিডিও কিনা ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। এসভিএফ-এর ব্যানারে সৃজিতও একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শককে। ২০ ডিসেম্বর একই দিনে আবার এসভিএফ-এর ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আসছে তাঁর শেষ ফেলুদা সিরিজ। টলিউডের বন্ধুত্ব এবং বাংলা সিনেমার মেলবন্ধনের বার্তা দিতেই কি ‘খাদান’ টিশার্ট পরে ‘সন্তান’ ছবি দেখতে গেলেন সৃজিত? সরল প্রশ্ন ভক্তদের।

Advertisement

দিন দুয়েক আগেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় দেবের ‘খাদান’-এর হয়ে কলম ধরেছিলেন সোশাল মিডিয়ায়। সেই সময়ে টলিউড সুপারস্টারের রাজ্যজুড়ে ছবির প্রচার নিয়ে বেজায় কাটাছেড়া চলছে। সেই ট্রোলের মাঝেই সৃজিত স্পষ্ট লিখেছিলেন, “খাদান বাংলা কমার্শিয়াল ছবির সেই সুখের দিন ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেটা এই ইন্ডাস্ট্রির বর্তমান যে অবস্থা, সেটাকে আরও উন্নত করবে। আরও বড় বাজেটের ছবি বানানোর রাস্তা দেখাবে। ৩৫০০ কিলোমিটার বেঙ্গল ট্যুর করা, সেই সমস্ত এলাকায় গিয়ে পৌঁছন, যেখানে মাল্টিপ্লেক্স তো দূরের কথা, সিঙ্গেল স্ক্রিনগুলো পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। আমার মনে হয় সকলেরই ‘খাদান’কে সাপোর্ট করা উচিত। এই ধরনের সিনেমা আপনাদের ভালো লাগুক বা না লাগুক, যদি ভবিষ্যতে বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি চান, তাহলে অন্তত এই ছবির পাশে থাকুন। এছাড়াও যারা অকারণে সিনেমাটি নিয়ে টিপ্পনি কাটছেন, তাঁরা এই ক্ষুদ্র নিরাপত্তাহীনতার উর্ধ্বে উঠে বাংলা সিনেমার স্বার্থের কথা ভাবুন।” ব্যস, মুখুজ্জ্যেমশাইয়ের পোস্টের পরই নিন্দুকরা পালের হাওয়া বেগতিক দেখে ‘দেবের বড় ভক্ত’ বলে বড়াই করা শুরু করলেন! তবে মঙ্গলবার পরিচালকের নজিরবিহীন কীর্তিতে দেব অনুরাগীরা দারুণ উচ্ছ্বসিত। ‘টেক্কা’র পর আবারও তাঁদের জুটি বাঁধার আবদার জানিয়েছেন অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement