Advertisement
Advertisement
Srijit Mukherji

বাংলাদেশ নিয়ে প্রতিবাদী আইরা, মেয়ের শিক্ষা নিয়ে তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা ‘আব্বু’ সৃজিতের

মিথিরা প্রাক্তন স্বামী তাহসানকে ট্যাগ করে কী লিখলেন সৃজিত?

Srijit Mukherji shares her daughter Ayra’s painting, thanked Mithila, Tahsan
Published by: Sandipta Bhanja
  • Posted:August 1, 2024 9:36 pm
  • Updated:August 1, 2024 9:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিজের মতো করে প্রতিবাদটুকু রেখেছে খুদে আইরা। আর সেই প্রেক্ষিতেই গর্বে বুক ফুলে উঠেছে ‘আব্বু’ সৃজিত মুখোপাধ্যায়ের। তাহসান-মিথিয়ার সন্তান হলেও আইরা তাঁর ‘আব্বু’র নয়নমণি। একাধিকবার মেয়ের সাফল্য থেকে খুনসুঁটির সময় সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন পরিচালক। এবার মেয়ে আইরা যেভাবে ছবি এঁকে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে নিজের প্রতিবাদী সত্ত্বা বুঝিয়ে দিল এই বয়সেই, তাতে মা-বাবা তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা দিলেন সৃজিত।

পরিচালকের শেয়ার করা ছবিতে ধরা পড়ল মেয়ে আইরার হাতের আঁকা। সেই ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় কিছু মৃতদেহ পড়ে রয়েছে। একপাশে কিছু মানুষের জমায়েত। তাঁদের কারও হাতের পোস্টারে ইংরেজিতে লেখা- আমরা বিচার চাই। আবার কোনও ব্যানারে লেখা- আমরা স্বাধীনতা চাই। এবং ছবিটির একেবারে উপরের দিকে বাংলাদেশের দেশাত্মবোধক গানের লাইন- ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।’ সেই প্রতিবাদী ছবি শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন- “এটাই সম্ভবত আমার খুদে রাজকন্যার আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি। ঠিক ওর জন্য যতটা গর্ব হয়, ততটাই গর্ববোধ করি ওর মা-বাবা মিথিলা এবং তাহসানের জন্য। গোটা পরিবার ওকে খুব সুন্দর করে বড় করে তুলেছে।” এই পোস্টে মিথিলার মা-বাবাকেও ট্যাগ করে ধন্যবাদ জানিয়েছেন সৃজিত। সেই পোস্টেই আবার মিথিলার মন্তব্য, “আইরার মানুষের মতো মানুষ হওয়ার নেপথ্যে এপারের পরিবারের অবদানও যথেষ্ট।” মিথিলার প্রাক্তন স্বামী তাহসানকেও ট্যাগ করেছেন সৃজিত।

Advertisement

[আরও পড়ুন: হাজার কোটির দুর্নীতিতে ED ছুটছে পিছনে! ৩ কোটির গাড়ি কিনে ‘দেখনদারি’ রাজ-শিল্পার]

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জ্বলে উঠেছিল বাংলাদেশ। প্রায় ১৫ দিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশে সচল হয়েছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ। তবে কিছুটা শান্ত হলেও ছাই চাপা আগুনের মতো প্রতিবাদের রেশ এখনও বর্তমান। বৃহস্পতিবার সকালেই বৃষ্টি মাথায় ঢাকার ফার্মগেট-এ প্রতিবাদে শামিল হয়েছিলেন পদ্মাপারের শিল্পীমহলের একাংশ। পথে নেমে প্রতিবাদী মিছিলে হাঁটতে দেখা যায় অভিনেতা মোশারেফ করিম, আজমেরী হক বাঁধন, রাফিয়াত রশিদ মিথিলা, আশফাক নিপুণ থেকে সোহেল মণ্ডলের মতো একাধিক শিল্পীকে। বাংলাদেশ নিয়ে প্রতিবাদের রেশ এপারেও ছড়িয়েছে।

[আরও পড়ুন: ‘দাদা-বউদি’র ডেট নাইট! সোনাক্ষী-জাহিরকে দেখেই কী কাণ্ড ঘটালেন পাপারাজ্জিরা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement