Advertisement
Advertisement
Bhuswargo Bhoyonkawr

ফিটনেসে হিট ‘ফেলুদা’ টোটা, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর শুটিংয়ের ছবি পোস্ট করে চমক সৃজিতের

বড়দিনের বড় চমকের আভাস দিলেন পরিচালক।

Srijit Mukherji shared BTS picture of Bhuswargo Bhoyonkawr from Feludar Goyendagiri 2
Published by: Suparna Majumder
  • Posted:December 1, 2024 12:23 pm
  • Updated:December 1, 2024 12:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভূস্বর্গ’ যতই ‘ভয়ঙ্কর’ হোক, ফেলুদার ‘মগজাস্ত্র’র জোরও মারাত্মক। সেই সঙ্গে ফিটনেস। ‘মনের মতো কাজ পেলে ওর (ফেলুদার) মতো খাটতে খুব কম লোক পারে’, এই ছিল তোপসের কথা। তাই যেন অক্ষরে অক্ষরে মেনেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা টোটা রায়চৌধুরী। ফিটনেসে টোটাও হিট। তাই ক্যামেরার সামনে ‘ফেলুদা’ হতেই করে ফেললেন শীর্ষাসন। শুটিংয়ের সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে নিলেন পরিচালক সৃজিত। ক্যাপশনে লিখলেন, ‘তাঁরা আসছেন…।’

Bhuswargo Bhoyonkawr

Advertisement

ছোটবেলা থেকেই সত্যজিৎ রায়ের ফেলুদার ভক্ত সৃজিত মুখোপাধ্যায়। ২০২০ সালে প্রথম ‘ফেলুদা ফেরত’ তৈরি করেন তিনি। দর্শকদের প্রশংসা পায় ‘ছিন্নমস্তার অভিশাপ’। ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে মতানৈক্যের কারণে মুক্তি পায়নি ‘যত কাণ্ড কাঠমাণ্ডু’তে। তার পর হইচই ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়ে সৃজিত আনেন ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। প্রথম গল্প ছিল ‘দার্জিলিং জমজমাট।’

সত্যজিৎ রায়ের লেখা ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর অবলম্বনেই নতুন সিরিজ তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। গত বছরই প্রকাশ্যে আসে সিরিজের ফার্স্টলুক। তুষারশুভ্র পাহাড়ের চূড়া, ডাল লেকে ভাসমান শিকারা আর তার সামনে দাঁড়িয়ে ফেলুদা, তোপসে ও জটায়ু, এমন দৃশ্যই দেখা গিয়েছিল প্রথম পোস্টারে।

Feluda-S-2

এবারে সোজা এডিট টেবিল থেকে নতুন ছবি শেয়ার করেছেন সৃজিত। আর তাতে কাশ্মীরি কার্পেটে মাথা ঠেকিয়ে শীর্ষাসন করছেন টোটা রায়চৌধুরী। তবে একটু আলাদা ভাবে। দুটি পা ছড়িয়ে দিয়েছেন দুদিকে। হাত দুটিও সামনের দিকে এমনভাবে রেখেছেন যাতে পুরো শরীরের ভার মাথার উপর থাকে। আর তা দেখে ‘জটায়ু’ অনির্বান চক্রবর্তীর কপালে চিন্তার ভাঁজ। ‘ফেলুদা’ টোটার এই ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। বড়দিনে যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বড় চমক দিতে চলেছেন, তার আভাস এই ঝলকেই পাওয়া গেল। সিরিজে তোপসের ভূমিকায় অভিনয় করেছেন কল্পন মিত্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement