সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবের খাদান এখন টক অফ দ্য টাউন, বলা ভালো টক অফ দ্য বেঙ্গল! আর হবে নাই বা কেন, বহুদিন পর ‘খাদান’ ছবিতে দেব ফিরছেন পুরনো মেজাজে। উসকে দিচ্ছেন, সেই ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’র মতো আপদমস্তক এন্টারটেনমেন্ট ভরা ছবি। যেখানে অ্যাকশন আছে, রোমান্স আছে। আছে তুমুল নাচ-গান। এধরনের বাংলা কমার্শিয়াল ছবি ইন্ডাস্ট্রিকে অক্সিজেন দিতে পারে এমন ধারনা টলিউডের বহু পরিচালক ও প্রযোজকদের। আর তাই তো বক্স অফিসের লড়াই ভুলে অনেকেই দেবের খাদান ছবির পাশে। সোশাল মিডিয়ায় নিজেই মাঠে নামছেন। করছেন ‘খাদান’-এর প্রচার।
এই যেমন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও দেবের ‘খাদান’-এর হয়ে কলম ধরলেন সোশাল মিডিয়ায়। সৃজিত স্পষ্ট লিখলেন, ”খাদান যা করার চেষ্টা করছে, তা হল বাংলা কমার্শিয়াল ছবির সেই সুখের দিন ফিরিয়ে আনার। যা এই ইন্ডাস্ট্রির বর্তমান যে অবস্থা তা আরও উন্নত করবে। আরও বড় বাজেটের ছবি বানানোর রাস্তা দেখাবে। ৩৫০০ কিলোমিটার বেঙ্গল ট্যুর করা, সেই সমস্ত এলাকায় গিয়ে পৌঁছন, যেখানে মাল্টিপ্লেক্স তো দূরের কথা, সিঙ্গেল স্ক্রিনগুলো পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। আমার মনে হয় সকলেরই খাদানকে সাপোর্ট করা উচিত, আপনি এই ধরনের সিনেমা ভালোবাসুন আর না বাসুন। অন্তত যদি ভবিষ্যতে বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি চান। এই ছবির পাশে থাকুন”
ধন্যবাদ সৃজিত দা, অন্তত কেউ তো বুঝলো, এই লড়াই শুধু খাদানের জন্য নয় পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য
পাশে থাকার জন্য ধন্যবাদ 🙏#Khadaan #20thDec https://t.co/UVZhc9p9P0
— Dev (@idevadhikari) December 15, 2024
এখানেই শেষ করেননি সৃজিত। তিনি আরও লিখলেন, ”এছাড়াও যারা অকারণে সিনেমাটিকে খোঁচা দিচ্ছেন, তাদের এই ক্ষুদ্র নিরাপত্তাহীনতার উর্ধ্বে উঠতে হবে এবং উপলব্ধি করতে হবে যে সিনেমাটি ভালো ব্যবসা করলে আসলেই এমন একটি ঘরনা পেতে পারে, যা দিয়ে তাঁরাও নতুন ঘরানার ছবি তৈরি করতে পারবে।” সৃজিতের এই পোস্ট চোখে পড়েছে দেবেরও। সোশাল মিডিয়ায় ‘টেক্কা’ পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের রাজার রাজা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.