Advertisement
Advertisement
Sreelekha Mitra

অন্ধকার বারান্দায় অশালীন পরিচালক! শিউরে ওঠেন শ্রীলেখা

অভিযুক্ত পরিচালকের কী বক্তব্য?

Sreelekha Mitra Accuses Malayalam Filmmaker Ranjith for Harassment
Published by: Suparna Majumder
  • Posted:August 24, 2024 3:42 pm
  • Updated:August 24, 2024 3:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। দিকে দিকে প্রতিবাদ। এমন পরিস্থিতিতে পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী জানান, মালয়ালম সিনেমায় অভিনয় করতে গিয়ে নিগ্রহের শিকার হয়েছিলেন তিনি। অভিযুক্ত মালয়ালম সিনেমার পরিচালক রঞ্জিত। যিনি বর্তমানে কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান।

Sreelekha FB Post

Advertisement

শ্রীলেখা জানান, মামুতি অভিনীত ‘পালেরি মণিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’ সিনেমায় তাঁর অভিনয় করার কথা ছিল। এর জন্যই অভিনেত্রীকে কোচিতে ডাকা হয়েছিল। সেখানে থাকার ব্যবস্থাও ছিল। সকালে সেটে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে ফটোশুট হয়। কস্টিউম এবং অন্যান্য বিষয়েও আলোচনা হয়। বিকেলে সিনেমা সংক্রান্ত আলোচনার জন্য পরিচালকের বাড়িতে তাঁকে ডাকা হয়েছিল। অভিনেত্রী গিয়েছিলেন সেখানে।

[আরও পড়ুন:  অসুস্থ বাবা, তবুও RG Kar নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছেন দেব]

শ্রীলেখা জানান, তিনি যখন রঞ্জিতের বাড়িতে যান পরিচালক ফোনে কথা বলছিলেন এবং ড্রয়িং রুমে অনেকে ছিলেন। অভিযোগ, ইশারায় শ্রীলেখাকে বেডরুমে ডাকেন রঞ্জিত। অন্ধকার ছিল গোটা ঘরটা। বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তিনি। শ্রীলেখা যেতেই তাঁর হাতের চুড়িতে নিয়ে নাড়াচাড়া করতে থাকেন। অভিনেত্রী তখনই সতর্ক হয়ে ওঠেন। কিন্তু তখনও পরিচালকের অভিসন্ধি বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু এর পর অভিনেত্রীর চুলে আর ঘাড়ে হাত দিতে থাকেন পরিচালক। অভিনেত্রী আর অপেক্ষা করেননি। সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান।

Sreelekha-ranjit

শ্রীলেখা জানান, এই ঘটনায় শিউরে উঠেছিলেন তিনি। কোচির হোটেলে সারারাত জেগে কাটিয়েছেন। তীব্র আতঙ্ক ছিল মনে, এই যদি কেউ দরজা খুলে চলে আসে! অভিনেত্রী জানান, এই ঘটনার পরই তিনি ছবির সহ-পরিচালককে জানিয়ে দেন, ‘পালেরি মণিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’ সিনেমায় আর অভিনয় করবেন না। যদিও মালয়ালম পরিচালক শ্রীলেখার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, চিত্রনাট্যকার শঙ্কর রামাকৃষ্ণণের উপস্থিতিতেই তিনি শ্রীলেখার সঙ্গে কথা বলেছিলেন। গল্প শোনার পর অভিনেত্রী খুশি হয়েছিলেন, কিন্তু পরিচালক নাকি নিজে সংশয়ে ছিলেন শ্রীলেখাকে নেবেন কিনা। যদিও শেষপর্যন্ত চরিত্রটি আর শ্রীলেখা পাননি। পরিচালকের পালটা অভিযোগ, চরিত্র না পেয়েই অভিনেত্রীর এমন অভিযোগ।

[আরও পড়ুন: ‘শত ট্রোল সত্ত্বেও প্রতিবাদে থাকব’, RG Kar নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছেন ঋতুপর্ণা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement