Advertisement
Advertisement
Sonu Nigam

দুম করে বাড়ি বিক্রি করে দিলেন সোনু নিগম! হঠাৎ কেন এত টাকার দরকার?

কত টাকা পেলেন সোনু?

Sonu Nigam sells commercial property in Mumbai's Andheri
Published by: Akash Misra
  • Posted:July 31, 2024 12:29 pm
  • Updated:July 31, 2024 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই টাকা দরকার বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমের। টাকা এতটাই দরকার যে, নিজের একটি বাড়ি দুম করেই বিক্রি করে দিলেন সোনু। জানা গিয়েছে, এই সম্পত্তির দাম প্রায় ৭ কোটি টাকা! তথ্য বলছে, মুম্বইয়ের আন্ধেরির এই সম্পত্তির বিল্ট আপ এরিয়া ২১৩১ বর্গফুট এবং প্রতি বর্গফুটের ভাড়া ৩২,৮৪৮ টাকা। সম্পত্তিটিতে দুটি গাড়ি পার্কিং রয়েছে।

বলিউডে বহু সেলেবরাই রয়েছে। যাঁরা নিয়মিত সম্পত্তি ক্রয় করেন। এবং পরে বাজার দর দেখে তা প্রথমে ভাড়া, পরে বিক্রয় করে দেন। সূত্র বলছে, অ্য়াসেট বাড়াতেই নাকি এমন কাজ করেছেন সোনু। শোনা যাচ্ছে, অন্য একটি জমি ক্রয় করার জন্যই নাকি এমন কাজ করেছেন। তবে এই নিয়ে গুঞ্জন রটলেও, সোনু কিন্তু এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলছেন না।

Advertisement

[আরও পড়ুন: গোলান হামলার বদলা, ইজরায়েলের পালটা মারে খতম হেজবুল্লা কমান্ডর ফুয়াদ শুক্র]

সোনু নিগমের বাবা আগমকুমার নিগম মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টে ২০২২.৮৮ বর্গফুটের একটি বিল্ট আপ সম্পত্তি কিনেছেন এবং কেনার জন্য ৭২ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটিও দিয়েছেন। ২০২৩ সালের এপ্রিল মাসে সোনু আন্ধেরিতে ৫৫৪৭ বর্গফুট এলাকা জুড়ে ১১.৩৭ কোটি টাকায় দুটি বাণিজ্যিক সম্পত্তি কিনেছিলেন।

[আরও পড়ুন: রোজ লেট! যাত্রী বিক্ষোভে ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement