Advertisement
Advertisement

Breaking News

Bollywood on Holi 2025

দোলে একা সোনাক্ষী, ‘মুসলিম বলে উৎসবে নেই জাহির?’ কটাক্ষ শুনেই রুদ্রমূর্তি অভিনেত্রী

ঝাঁজালো উত্তর দিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করলেন। কী বললেন সোনাক্ষী?

Sonakshi Sinha Shuts Down Trolls Questioning Zaheer Iqbal’s Absence From Holi Celebration
Published by: Sandipta Bhanja
  • Posted:March 14, 2025 4:25 pm
  • Updated:March 14, 2025 4:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর প্রথম হোলি। অতঃপর সোনাক্ষী সিনহার দোলযাপন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। কিন্তু দোলের দিন একার রঙিন ছবি পোস্ট করে সকলকে ‘হতাশ’ করে দিলেন অভিনেত্রী! আবিরমাখা মুখের একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। তবে সোনাক্ষীর ফ্রেমে স্বামী জাহিরকে দেখতে না পেয়ে নেটপাড়ায় একাধিক প্রশ্ন উঠেছে। কেউ কেউ তো ভিনধর্মী বিয়ের প্রসঙ্গে টেনেই শত্রুঘ্নকন্যাকে জিজ্ঞেস করলেন, ‘মুসলিম বলেই কি রঙের উৎসবে নেই জাহির?’ কটাক্ষ শুনে চুপ থাকেননি সোনাক্ষী সিনহা। ঝাঁজালো উত্তর দিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করলেন।

২০২৪ সালের ২৩ জুন, দুই পরিবারকে সাক্ষী রেখে আইনি মতে বিয়ে করেছেন। সোনাক্ষী-জাহিরের (Sonakshi, Zaheer) ভিনধর্মী বিয়ে নিয়ে পরবর্তী মাস কয়েকজুড়ে কম চর্চা হয়নি। হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলিম পরিবারে বিয়ে করায় নেটপাড়ার রোষানলে পড়তে হয়েছিল সোনাক্ষী সিনহাকে (Sonakshi Sinha)। এককথায় বিয়ের পর একাধিকবার শুধুমাত্র ‘ধর্মের কারণে’ই বিতর্কের শিরোনামে বিরাজ করেছে শত্রুঘ্নকন্যা। শোনা যায়, এই ভিনধর্মী বিয়ের জন্যই নাকি অভিনেত্রীর দুই ভাই লব-কুশ তাঁদের অনুষ্ঠানে অংশ নেননি! তবে নিন্দুক, নেটপাড়ার নীতিপুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে ‘মিঞা-বিবি’ দিব্যি সুখের ঘরকন্না পেতেছেন। তাঁদের সোশাল মিডিয়ায় উঁকি দিলেই সংসারসুখের ঝলক মেলে। এবার দোলের দিনও ভিনধর্মী বিয়ে প্রশ্নের মুখে পড়তে হল সোনাক্ষী সিনহাকে। তবে এবার আর ছেড়ে কথা বলেননি অভিনেত্রী। পালটা সোজাসাপটা উত্তরও দিলেন নিন্দুকদের।

Advertisement
Sonakshi Sinha Reveals If She Was Asked To Convert Into Islam Before Marrying Zaheer Iqbal
ছবি : ইনস্টাগ্রাম

হাসিমুখে দোলের ছবি পোস্ট করে সোনাক্ষী লিখেছেন, ‘হোলি হ্যায়! রং খেলো, আনন্দ উদযাপন করো। ‘জটাধরা’ ছবির সেট থেকে আমার সমস্ত বন্ধুদের দোলের শুভেচ্ছা।’ পোস্ট করতেই কমেন্ট বক্সে একের পর এক কুকথার বন্যা। জাত-ধর্ম নিয়েও খোঁচা দিতে ছাড়েনি নেটপাড়ার একাংশ। কেউ কেউ আবার তাঁর স্বামীর ধর্ম নিয়েও কটাক্ষ করেন! স্বামীর নিন্দে শুনে চুপ করে থাকেননি অভিনেত্রী। সোজাসাপটা বলেন, ‘কমেন্ট সেকশনে একটু রিল্যাক্সে থাকুন। জাহির মুম্বইতে রয়েছে। আর আমি শুটিংয়ে ব্যস্ত। তাই আমার সঙ্গে নেই। এবার নিজেদের মাথায় একটু ঠান্ডা জল ঢালুন। দরকার আপনাদের।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonakshi Sinha (@aslisona)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement