সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক ১৫ বছর আগে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে দুরন্ত অভিনয় করে নজর কেড়েছিলেন স্মৃতি ইরানি। রাতারাতিই জনপ্রিয়তার শীর্ষে উঠে গিয়েছিলেন তিনি। তবে রাজনীতিতে পা দেওয়ার পর থেকে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। সেই স্মৃতিই ১৫ বছর পর ফিরছেন ছোটপর্দায়। হ্যাঁ, গুঞ্জন অনুযায়ী, রুপালি গঙ্গোপাধ্যায়ের অনুপমা ধারাবাহিকেই ফিরছেন স্মৃতি ইরানি। তবে স্মৃতির তরফ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।
‘অনুপমা’ ধারাবাহিকে সম্প্রতি ১৫ বছরের একটি লিপ এসেছে। বহু নতুন নতুন চরিত্রদের দেখা যাচ্ছে পর্দায়। আবার বহু পুরনো অভিনেতা-অভিনেত্রী এই ধারাবাহিকে অভিনয় ছেড়ে দিয়েছেন। রুপালি গাঙ্গুলি, অরবিন্দ বৈদ্য এবং আলপনা বুচ এখনও চুটিয়ে অভিনয় করে চলেছেন এই ধারাবাহিকে। সেই কারণেই এই ধারাবাহিকে যোগ হয়েছে স্মৃতি ইরানির নাম।
রাজনৈতিক কেরিয়ার শুরুর আগে স্মৃতি ইরানি ছিলেন হিন্দি টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ। একতা কাপুরের ‘কিউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের তুলসি বিরানি তখন আট থেকে আশির কাছে বেশ জনপ্রিয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়কার ঘটনার কথা ফাঁস করেন স্মৃতি ইরানি। বাড়িতে টাকার অভাব থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। স্মৃতির সরণিতে ফিরে গিয়ে স্মৃতি ইরানি জানান, “তখন সবে কাজ শুরু করেছি। পকেট একেবারে শূন্য। জুবিন ইরানিকে বিয়ে করেছি সবে। আমার ব্যাংকে ২০-৩০ হাজার টাকাও ছিল না। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কিনেছি। এখন হয়তো শুনে মনে হতে পারে ২৫-২৭ লক্ষ টাকা কিছু না, তবে ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দেওয়ার জন্য তখন আমাকে লোন নিতে হয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.