সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন গান, তেমন স্পষ্ট কথা। দ্বিধাহীনভাবেই নিজের মত আর অমত জানান সোনু নিগম। এবারে দেশের রাজনীতিবিদদের কনসার্টে আসতে বারণ করলেন সঙ্গীতশিল্পী। আর তার কারণ গায়কের সাম্প্রতিক রাজস্থান কনসার্ট। জয়পুরে পারফর্ম করতে গিয়েছিলেন সোনু। তাঁর শো দেখতে আসেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও রাজ্যের নেতা-মন্ত্রীরা। সোনুর অভিযোগ, মাঝপথেই তাঁর শো ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী ও নেতা-মন্ত্রীরা। এতেই ক্ষিপ্ত গায়ক। তাঁর মতে, এ দেবী সরস্বতীর অপমান।
সোমবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সোনু। সেখানেই রাজনীতিবিদদের কনসার্টে আসতে বারণ করেন। ভিডিওর ক্যাপশনে তারকা শিল্পী লেখেন, ‘দেশের মাননীয় রাজনীতিবিদদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি মাঝপথেই বেরিয়ে যেতে হয় তাহলে দয়া করে কোনও শিল্পীর পারফরম্যান্স দেখতে আসবেন না। এটা মা সরস্বতী, শিল্প ও শিল্পীর অপমান।’
ভিডিওতে সোনু জানান, তিনি জয়পুর শো শেষ করার পরই এই বার্তা দিচ্ছেন। শিল্পী এও জানান, খুব ভালো শো ছিল। শুধু দেশ নয়, বিদেশের অতিথিরাও এসেছিলেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও রাজ্যের নেতা-মন্ত্রীরাও গিয়েছিলেন সেখানে। সোনু জানান, তিনি যখন গাইছিলেন তখনই মুখ্যমন্ত্রী সিট ছেড়ে উঠে চলে যান। তার পরপরই বাকিরা উঠে পড়েন ও শো ছেড়ে বেরিয়ে যান। একথা গায়ককে শোয়ের পরেও অনেকে জানিয়েছেন।
View this post on Instagram
সোনুর প্রশ্ন, “আপনারাই যদি নিজেদের শিল্পীদের সম্মান না করেন তাহলে বহিরাগতরা কীভাবে করবে?” গায়কের বক্তব্য, “যদি বেরিয়েই যেতে হয় তাহলে আসবেন না অথবা শো শুরু হওয়ার আগেই চলে যাবেন। এভাবে কোনও শিল্পীর শো ছেড়ে মাঝপথে উঠে যাওয়া তাঁর অসম্মান, সরস্বতীর অসম্মান। আপনাদের অনেক কাজ থাকে। অনেক দায়িত্ব সামলাতে হয়। একটা শো দেখার জন্য সময় সময় নষ্ট করবেন না। তাড়াতাড়ি চলে যাবেন। ধন্যবাদ। অত্যন্ত বিনীতভাবেই অনুরোধটি করলাম।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.