Advertisement
Advertisement
Silajit Majumder

গানের মাঝে দর্শকদের ‘কিচিরমিচির’, রেগেমেগে মঞ্চ ছাড়লেন শিলাজিৎ, ভিডিও ভাইরাল

কী বলছেন শিলাজিৎ?

Singer Silajit Majumder left stage in middle of his programme video goes viral
Published by: Akash Misra
  • Posted:April 1, 2024 9:10 pm
  • Updated:April 1, 2024 9:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি সেক্টর ফাইভের এক জনপ্রিয় নাইটক্লাবে গান গাইতে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ। এক স্বেচ্ছাসেবী সংস্থার হয়েই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গায়ক। আর সেখানেই ঘটল এক কাণ্ড। যার ফলে রেগেমেগে মঞ্চ থেকেই নেমে গেলেন শিলাজিৎ। সেই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

তা ঠিক কী ঘটেছিল?

Advertisement

ভিডিওতে দেখা গিয়েছে, মাইকের সামনে বসে বিরক্ত শিলাজিৎকে বলতে শোনা যাচ্ছে, ‘আরে একটু চুপ করো না তোমারা। পয়সা দিয়েছ তো আমার গান শোনার জন্যই। কিচিরমিচির কিচিরমিচির করছ। আর কিচিরমিচির করলে করো, এরকম করলে আমি নেমে যাচ্ছি। না শুনতে ইচ্ছে হলে, অন্য দিকে চলে যেতে পারো। পয়সা দিয়েছ বলেই যে শুনতে হবে, এরকম কোনও মানে নেই। লজ্জা করে না তোমাদের, বারবার বাংলা ভাষায় বলছি চুপ করো, শুনছই না কেউ।’ এরপরই মুখে একরাশ বিরক্তি নিয়ে মঞ্চ থেকে নেমে যান শিলাজিৎ। জানা গিয়েছে পরে অবশ্য নাইটক্লাবের কর্তৃপক্ষরা পরিস্থিতি সামলে নেন। আর ফের মঞ্চ মাতিয়ে দেন শিলাজিৎ।

Advertisement

এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে সংবাদমাধ্যমকে শিলাজিৎ জানিয়েছেন, ”৭৫০ টাকা করে টিকিট কেটে সকলে গিয়েছে শো দেখতে। আমাকে শো-টা করতেই হত। তাই একটু বকা দেওয়া আর কী!” শিলাজিতের কথায় ”আমি রাগী, তবে এতটাই নই।”

[আরও পড়ুন: ‘আমি প্রেগনেন্ট? নিন দেখুন!’, চমকে দিলেন পরিণীতি চোপড়া]

শিলাজিতের এই অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে শিল্পী অভিষেক চক্রবর্তী লিখেছেন, ”লজ্জা লজ্জা লজ্জা! মঞ্চে শিলাজিৎ মজুমদার। কথা বলছেন ওনার সাথে “গৌতম চট্টোপাধ্যায়ের” প্রথম আলাপ এবং কথোপকথন নিয়ে। এই ঘটনা আমার আগে শিলুদার মুখেই শোনা, তবু এরকম ঘটনা বারবার, হাজার বার শোনা যায় কারণ এই দুইজনকে আমরা কোনোদিন একসাথে কাজ করতে শুনিনি। আমাদের মত যারা বাংলা গান শুনতে ভালোবাসে, তারা কল্পনাও করতে পারিনা এই দুটো eccentric মাথা যদি কোনোদিন একসাথে মিলত, কী হত!!!!! অনুষ্ঠানের প্রথম থেকেই কোন এক অজ্ঞাত কারণে পেছনে দাঁড়িয়ে থাকা দর্শকের একাংশ নিজেদের মধ্যে অত্যন্ত জোরে কথা বলতে থাকেন। এতটাই জোরে যে সেটা স্টেজে দাঁড়িয়ে থাকা শিল্পী অবধি শুনতে পাচ্ছেন। এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে। অঞ্জন দত্ত অনুষ্ঠান থামিয়ে স্টেজ থেকে বলতে বাধ্য হয়েছেন। তার পরেও কেউ কথা শোনেনি। Lucky Ali র ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল।”

অভিষেক আরও লিখলেন,  ”ওরকম একটা চমৎকার অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে হয় শিলাজিৎ মজুমদারকে। একজন শিল্পী কতটা অপমানিত হলে তাকে এটা করতে হয় আপনারা নিজেরাই video টায় দেখুন। ওখানে দাঁড়িয়ে ইচ্ছে করছিল ঠাস ঠাস করে থাপ্পড় মেরে লোকগুলোকে বার করে দিই। সেই ক্ষমতা আমার নেই। কারোর নেই। কথা বলা বেআইনি নয়। সবকিছু আইন দিয়ে আটকানো যায়না। কিছু জিনিষ বোধের ওপর ছেড়ে দিতে হয়। ভেন্যু কর্তৃপক্ষ সঙ্গেসঙ্গে হস্তক্ষেপ করে কিছু মানুষকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ায় শিল্পীকে ফিরিয়ে আনতে রাজি করা যায়। বাকি অনুষ্ঠানে লোকটা যেন দ্বিগুণ উদ্যমে ফিরে এলো। একমুখ হাসি, যেনো কিছুই হয়নি। আমি বিশ্বাস করিনা এই ঘটনার কোন দাগ লোকটার মনে পড়েনি। পৃথিবীর কোন শিল্পীর পক্ষে এই জিনিস মেনে নেওয়া সম্ভব নয়। একজন শিল্পী তার সমস্তটা নিংড়ে দিয়ে একটা performace design করে। এইরকম ঘটনার প্রভাব যে কতটা, সেটা একমাত্র আরেকজন শিল্পীই বুঝতে পারবে। কালকের ঘটনায় একটাই লাইন বারবার মনে পড়ছিল “যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো” যারা বাকি অনুষ্ঠানটাতে লোকটার ওই উজ্জ্বল হাসিটা দেখে ভাবলো সব ঠিক আছে, তাদের মনে রাখতে হবে গতকাল শিলাজিৎ মজুমদার সেরা সহ অভিনেতার ভূমিকায় অভিনয় জন্য এক নাম করা অ্যাওয়ার্ড শোয়ে মনোনয়োন পেয়েছিলেন।”

[আরও পড়ুন: টানা ৮ দিনের পরিশ্রমে তৈরি মনামীর নকশিকাঁথা গাউন, জানুন নেপথ্যের গল্প]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ