Advertisement
Advertisement

Breaking News

Shreya Ghoshal

হ্যাকারদের কবলে শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল, ‘কেউ লিংকে ক্লিক করবেন না’, সতর্কবাণী গায়িকার

১৬ দিন ধরে 'সাইবার দস্যু'দের জালে এক্স হ্যান্ডেল।

Singer Shreya Ghoshal's X account hacked
Published by: Sandipta Bhanja
  • Posted:March 1, 2025 7:51 pm
  • Updated:March 1, 2025 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাকারদের কবলে শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল। বিগত ষোলো দিন ধরে ‘সাইবার দস্যু’দের জালে গায়িকার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট। শত চেষ্টা করেও এক্স হ্যান্ডেল টিমের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন শ্রেয়া (Shreya Ghoshal)। আর সেই প্রেক্ষিতেই শনিবার ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি শ্রেয়া অনুরাগীদেরও সতর্ক করে দিলেন, তাঁরা যেন তাঁর এক্স হ্যান্ডেল থেকে পাওয়া কোনও লিংকে ক্লিক না করেন।

গত ১৩ ফেব্রুয়ারি হ্যাক হয়েছে শ্রেয়া ঘোষালের এক্স অ্যাকাউন্ট। গায়িকা জানিয়েছেন, সেদিন থেকে সেই প্রোফাইলে না ঢুকতে পারছেন, না ডিলিট করতে পারছেন অ্যাকাউন্ট। শ্রেয়া একপ্রকার হতাশার সুরেই জানালেন, “শ্রোতা বন্ধুরা আমার এক্স হ্যান্ডেল (টুইটার) গত ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাকড রয়েছে। এক্স টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার সাধ্যমতো সমস্ত চেষ্টা করেছি। তবে কৃত্তিম বুদ্ধিমত্তা সৃষ্ট কয়েকটা উত্তর পাওয়া ছাড়া আর কোনও সাড়া পাইনি। এমনকী আমার অ্যাকাউন্টটা ডিলিটও করতে পারছি না। কারণ লগ ইন-ই তো হচ্ছে না।” এরপরই অনুরাগীদের সতর্ক করে দিয়ে শ্রেয়ার মন্তব্য, “দয়া করে আমার অ্যাকাউন্ট থেকে কোনও মেসেজ পেলে এড়িয়ে যাবেন। কিংবা কোনও লিংক গেলে, সেটাতে ক্লিক করবেন না। ওগুলো সব স্প্যাম। অ্যাকাউন্ট ঠিক হলে আমি ব্যক্তিগতভাবে ভিডিও বার্তায় জানিয়ে দেব।”

Advertisement

প্রসঙ্গত, দেশের অন্যতম ব্যস্ত শিল্পী শ্রেয়া ঘোষাল। বঙ্গকন্যার সুরের মুর্চ্ছনায় কাশ্মীর টু কন্যাকুমারী মজে থাকে। এহেন তাবড় তারকাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টই যদি এতদিন ধরে হ্যাকারদের কবলে পড়ে থাকে, তাহলে আমজনতার কী হবে? উদ্বিগ্ন অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement