সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ফিরভি দিল হ্যায় হিন্দুস্তানি’ থেকে ‘ম্যায় হু না’, শাহরুখের একাধিক সিনেমায় গান গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। তবে ‘ইয়েস বস’ সিনেমায় গান গাওয়ার পর বেশ তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাঁর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফাঁস করলেন এই তথ্য।
কেরিয়ারে কখনও অপমানিত হতে হয়েছে? এই প্রশ্ন করা হয়েছিল অভিজিৎকে। গায়কের উত্তর, “বারবার অপমানিত হয়েছি। সঙ্গীত পরিচালকরা যেই শাহরুখের সিনেমা পেয়ে যেতেন, তিনি আমার যত কাছেরই হোন না কেন মনে হতো যেন তাঁর একটাই লক্ষ্য যে অভিজিৎকে দিয়ে গান গাওয়াবো না।”
এর পরই ‘ইয়েস বস’ সিনেমার প্রসঙ্গ তুলে অভিজিৎ বলেন, “আমি যবে থেকে অ্যাওয়ার্ড পেলাম। ‘ইয়েস বস’ সিনেমা কিন্তু কোনও ব্লকবাস্টার ছিল না। আর গানও ব্লকবাস্টার ছিল না। সেই সময় ‘বর্ডার’, ‘পরদেশ’, ‘দিল তো পাগল হ্যায়’র মতো ব্লকবাস্টারের মাঝে একটা নন-ব্লকবাস্টার ছিল। কিন্তু অ্যাওয়ার্ড তো আমি পেয়ে গেলাম!” অভিজিতের দাবি, এতেই বেশ কিছু সঙ্গীত পরিচালক ও শিল্পীর চক্ষুশূল হয়েছিলেন তিনি। তাঁরা নাকি বলতেন, অভিজিৎকে দিয়ে গান গাওয়ানো হবে না।
View this post on Instagram
প্রসঙ্গত, আজিজ মির্জা পরিচালিত ‘ইয়েস বস’ মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। সুরকার জুটি যতীন-ললিতের সুরে ছবিতে চারটি গান গেয়েছেন অভিজিৎ। এর মধ্যে ‘ম্যায় কোই অ্যায়সা গীত গাউ’ গানটির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি। এক সময়ে অভিজিতের গান চার্টবাস্টারে রাজত্ব করত। আজও সেই গানের কদর রয়েছে। তবে অতীতের এক ঝামেলার জন্য শাহরুখের সঙ্গে গায়কের সম্পর্ক বিশেষ ভালো নয় বলেই রটনা।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.