সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেমার যে ‘মন্থন’ তাঁর হাত ধরে হয়েছিল, সেই অমৃত ভাণ্ডারের উত্তরাধিকার প্রজন্মের প্রজন্ম ধরে থেকে যাবে। জীবন সায়াহ্নে এসেও হাসিমুখে বেঁচেছেন শ্যাম বেনেগল। মৃত্যুর দিন দশেক আগেই শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ, রজিত কাপুরদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করেছিলেন। পার্টির সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন শাবানা। এদিকে টলিউডে শ্যাম বেনেগল (Shyam Benegal) স্মরণে ঋতুপর্ণা সেনগুপ্ত, জীতু কমল, অনীক দত্তরা।
কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগলের দর্শন ও তাঁর স্বাধীন ভাবনাচিন্তাতে মুগ্ধ ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালকের ‘অঙ্কুর’, ‘মান্ডি’, ‘ভূমিকা’, ‘জুনুন’-এর মতো সিনেমা কীভাবে মানুষের ভাবনাকে প্রভাবিত করেছে তা জানান তিনি। এরপরই ‘মুজিব’ সিনেমার কথা উল্লেখ করে বলেন, “আমার বন্ধু আরিফিন শুভ মুজিবের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। রঞ্জন ঘোষ পরিচালিত কালিনারি লাভ স্টোরি ‘আহারে’তে আমার আর তাঁর অভিনয় দেখেই শ্যামজির কাস্টিং ডিরেক্টর তাঁকে নির্বাচিত করেছিলেন। শ্যামজি আমাদের জন্য এক বিশাল শূন্যস্থান রেখে গেলেন। তিনি ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছিলেন। শ্যাম বেনেগলের নাম তাঁর অসামান্য সিনেমার মাধ্যমে চিরকাল রয়ে যাবে, আর তাঁকে অন্যতম সেরা পরিচালক হিসেবে স্মরণ করা হবে।”
জীতু-অনীকের শ্যাম-সাক্ষাৎ ‘অপরাজিত’ সিনেমার সৌজন্যে। সিনেমার মুম্বই প্রিমিয়ারে এসেছিলেন কিংবদন্তি পরিচালক। সেই ছবি শেয়ার করে অনীক দত্ত লেখেন, ‘ভারতীয় সিনেমার অন্যতম সেরা একজন পরিচালক প্রয়াত। অপরাজিত সিনেমার মুম্বই প্রিমিয়ারে তাঁকে এবং তাঁর মূল্যবান প্রতিক্রিয়া পেয়ে আমরা গর্বিত।’
ফেসবুকে কিংবদন্তি পরিচালকের সঙ্গে নিজের একাধিক ছবি শেয়ার করেছেন জীতু। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শ্যাম বেনেগাল স্যারের এক অমূল্য উক্তি যা আমার বাকি জীবন মনে থেকে যাবে- ‘অভিনয়টা ছেড়ো না।’ খুব শিগগিরই দেখা হবে স্যার।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.