Advertisement
Advertisement

Breaking News

Shiboprosad Mukherjee

এবার ‘বহুরূপী’র পার্ট ২! বড়বাবু আবিরকে কী বললেন শিবপ্রসাদ?

বড় ইঙ্গিত দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

Shiboprosad Mukherjee hints at Bohurupi part 2 by tagging Abir Chatterjee in a post
Published by: Sandipta Bhanja
  • Posted:November 21, 2024 5:19 pm
  • Updated:November 22, 2024 12:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও ননীচোরা দাস বাউল যতই বলছেন ‘বেশি তাকাস না’, ততই মানুষ বেশি করে দেখছেন। কী দেখছেন? ‘বহুরূপী’র কাণ্ডকারখানা। মাল্টিপ্লেক্স তো বটেই সিঙ্গল স্ক্রিনেও জনজোয়ার। একাধিকবার প্রেক্ষাগৃহে দর্শকরা পা রাখছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমার টানে। পুজোর সময়ে ছক্কা হাঁকিয়েছে, পুজোর পরও হল ভরাচ্ছে ‘বহুরূপী’ (Bohurupi)। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়েও ‘ছ্যাঁচড়াপুরের বিক্রমে’র ঘোর কিছুতেই যেন কাটতে চাইছে না দর্শকদের! এবার তাঁরা পার্ট ২ চাইছেন।

গল্পের শেষে সিক্যুয়েলের ইঙ্গিত রেখেছেন পরিচালকজুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ডাকাত বিক্রমের ফন্দিতে নাজেহাল বড়বাবু। এদিকে বিক্রমের স্ত্রী ঝিমলিও অন্তঃসত্ত্বা। পরিচালক গল্পে এমন ট্যুইস্ট দিয়েছেন যে জেল জুটল বড়বাবু আবির চট্টোপাধ্যায়ের কপালে। এরপরই অট্টহাসি বিক্রমের। ‘বহুরূপী’ যাঁরা দেখে ফেলেছেন, এযাবৎকাল গল্প তাঁদের সকলেরই জানা। ঠিক এখান থেকেই শুরু হতে পারে সিক্যুয়েলের গল্প। পরের পর্বে চোর-পুলিশ বিক্রম বনাম বড়বাবুর ইঁদুরদৌড় কোন পর্যায়ে পৌঁছয়, সেটাই দেখার। দর্শকরা ইতিমধ্যেই সিনেমা দেখে পরিচালকদ্বয়ের কাছে আর্জি জানিয়েছেন পার্ট টু নিয়ে আসার। সিনেমা দেখে বেরিয়েও যে তাঁরা ‘বহুরূপী’র ঘোরে রয়েছেন, স্ক্রিনশট পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর সেই সঙ্গেই পার্ট ২-এর ইঙ্গিত দিলেন।

Advertisement

Finally Bangla film industry has a box office hit with Bohurupi

সোশাল মিডিয়ায় দর্শকদের ‘বহুরূপী’র সিক্যুয়েল আনার আবদারের কথা জানিয়ে আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee) ট্যাগ করেছেন শিবপ্রসাদ। ক্যাপশনে লেখা- ‘বড়বাবু, সবাই কি বলছে দ্যাখেন। পার্ট টু পার্ট টু করছে…।’ পরিচালকের এমন পোস্টে অনুরাগীরাও আশার আলো দেখছেন। এদিকে বাংলার বক্স অফিসে বিজয়রথ ছোটানোর পর দেশের বিভিন্ন প্রান্তে মুক্তি পেয়েছে ‘বহুরূপী’ (Bohurupi)। দর্শক, সিনেসমালোচকদের কলমে বসানো ঝকঝকে মার্কশিট নিয়ে এবার কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পৌঁছতে চলেছে নন্দিতা-শিবপ্রসাদের ছবি। ডিসেম্বরেই পদ্মাপারের শীতকালীন প্রেক্ষাগৃহে পা দেওয়ার কথা ‘বহুরূপী’র। তবে ‘লালফিতে’র গেরোয় আটকে রিলিজের দিনক্ষণে এখনও সিলমোহর পড়ছে না। সেই প্রেক্ষিতেই ইউনুস সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর কাছে বিশেষ আর্জি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement