সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধুরন্ধর ‘ব্যাঙ্ক ডাকাত’ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁকে ধরতে মরিয়া ‘সুপারকপ’ আবির চট্টোপাধ্যায়। দুই তারকার সম্মুখ সমরের আভাস টিজারেই পাওয়া গিয়েছিল। এবার প্রকাশ্যে এল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির পুজোর ছবির ট্রেলার। তাতেই জমজমাট অ্যাকশন।
টলিপাড়ার সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গত বছরের পুজোয় বক্স অফিসের গেম চেঞ্জার ছিল তাঁদের ‘রক্তবীজ’। এবার ‘বহুরূপী’র পালা। ছবির ট্রেলারে যেমন বিক্রমের (শিবপ্রসাদ) চরিত্রকে সাধারণ চাকুরিজীবী মানুষ থেকে দুর্ধর্ষ ডাকাতে পরিণত হওয়ার ঘটনা দেখা যাচ্ছে, তেমনই সিস্টেমে থেকেও সৎ থাকা একজন পুলিশ অফিসার এসআই সুমন্ত ঘোষালের ভূমিকায় আবির চট্টোপাধ্যায় রয়েছেন। ছবিতে শিবপ্রসাদের সঙ্গিনী কৌশানি মুখোপাধ্যায়। তাঁকে আবার পকেট মারের চরিত্রে দেখা যাচ্ছে। আবিরের বিপরীতে ঋতাভরী চক্রবর্তী। সেখানে আবার স্বামী-স্ত্রীর সম্পর্কের দেখা যাচ্ছে টানাপোড়েন। যা সামলেই বিক্রমকে ধরতে মরিয়া সুমন্ত।
২০১১ সাল থেকেই ‘বহুরূপী’ তৈরির স্বপ্ন ছিল শিবপ্রসাদের। এই স্বপ্ন পূরণ করতে এতদিন অপেক্ষা করেছেন পরিচালক-অভিনেতা। ছবিতে একাধিক অ্যাকশন দৃশ্য রয়েছে। এমনই একটি দৃশ্য করতে গিয়ে গুরুতর চোট পান শিবপ্রসাদ। বেশ কয়েকদিন হাসপাতালে কাটাতে হয়েছিল তাঁকে। শুটিংও করতে পারেননি। তবে সুস্থ হয়ে সেটে ফেরেন পরিচালক-অভিনেতা। কাজ নির্বিঘ্নেই শেষ হয়।
‘বহুরূপী’ আসছে বড় পর্দায়, এই দুর্গা পুজোয়।#Windows#Pujo2024#Bohurupi#Trailerhttps://t.co/7jC70esarx@nanditawindows @shibumukherjee @itsmeabir @ritabharipc @KoushaniMukher1 pic.twitter.com/RUPXaTRGMz
— Windows Production (@WindowsNs) October 1, 2024
গত ১৪ আগস্ট ‘বহুরূপী’র টিজার প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন ছিল মেয়েদের ‘রাত দখল’ অভিযানের পালা। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার বিচার চেয়ে সমস্ত মেয়েদের রাস্তায় নামার ডাক দেওয়া হয়েছিল। এই আন্দোলনকে সমর্থন জানিয়ে ছবির টিজার লঞ্চের অনুষ্ঠান বাতিল করা হয়। এর পর আগস্ট মাসের শেষে অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়। মঙ্গলবার প্রকাশ্যে এল ট্রেলার। এবার আট তারিখ সিনেমা মুক্তির পালা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.