Advertisement
Advertisement

Breaking News

Shatrughan Sinha

সোনাক্ষীর বিয়ে দিয়েই হাসপাতালে শত্রুঘ্ন, নেননি শপথও! খবরে সিলমোহর ছেলে লব সিনহার

অসুস্থতার জেরেই সাংসদ হিসেবে শপথ নিতে পারেননি শত্রুঘ্ন সিনহা!

Shatrughan Sinha Hospitalised Days After Sonakshi's Wedding, Son Luv Confirms

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:June 30, 2024 7:05 pm
  • Updated:July 2, 2024 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) বিয়ের পরই পরিবারে অঘটন! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। দিন দুয়েক আগেই অভিনেতার অসুস্থ হওয়ার খবর শোনা গিয়েছিল। যার জন্য কোকিলাবেন হাসপাতালে বাবাকে দেখতে ছুটে গিয়েছিলেন নবপরিণীতা সোনাক্ষী সিনহা এবং স্বামী জাহির ইকবাল। কিন্তু প্রবীণ অভিনেতার আচমকাই কী হল? সেই কৌতূহল তখন থেকেই।

প্রথমটায় জানা গিয়েছিল, রুটিন চেক-আপের জন্যই হাসপাতালে ভর্তি হতে হয়েছে শত্রুঘ্নকে। তবে এবার ছেলে লব সিনহা বাবার অসুস্থতা নিয়ে মুখ খুললেন সংবাদমাধ্যমের কাছে। রবিবার সোনাক্ষী সিনহার বিয়ের পরদিনই সোমবার, ২৪ জুন অসুস্থ হয়ে পড়েন শত্রুঘ্ন। ঠিক কী হয়েছে বর্ষীয়াণ অভিনেতার? বাড়িতে নিজের প্রিয় সোফায় বসেছিলেন শত্রুঘ্ন। তখন আচমকাই সেখান থেকে পড়ে যান। সামনেই বসেছিলেন মেয়ে সোনাক্ষী। বাবাকে পড়ে যেতে দেখে তড়িঘড়ি ছুটে গিয়ে ধরে ফেলেন। নইলে আরও বড় রকমের বিপদ ঘটতে পারত সেদিন। সূত্রের খবর, পাঁজরে খানিক চোট পেয়েছেন শত্রুঘ্ন। সোনাক্ষীর কাকা পহেলাজ নিহালনিও এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, “হ্যাঁ শত্রুঘ্ন হাসপাতালে ভর্তি, তবে এখন সুস্থ রয়েছে। সব ঠিক থাকলে আগামীকাল ছেড়ে দেওয়া হবে।” 

Advertisement

ছেলে লব সিনহাও সংবাদমাধ্যমের কাছে শত্রুঘ্নর অসুস্থতার খবরে সিলমোহর বসিয়ে জানিয়েছেন, “বিগত কয়েক দিন ধরেই ভাইরাল জ্বরে ভুগছিলেন বাবা। শরীর খুব দুর্বলও ছিল। তাই আমরা সকলে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিই।” দুর্বল শরীরে মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়াতেই কি অসুস্থতা আরও বাড়ে? উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: ‘তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি’, শ্রীময়ীর জন্মদিনে লিখলেন কাঞ্চন]

Shatrughan Sinha Would Never Want her To Get Married? Here is Sonakshi Sinha Once said

শুক্রবার বিকেলে জাহির-সোনাক্ষী কোকিলাবেন হাসপাতালে (Kokilaben Hospital) গিয়েছিলেন। নবদম্পতির হাসপাতালে প্রবেশ করার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। সেই ভাইরাল ভিডিও ঘিরেই জল্পনা শুরু হয়েছিল যে, ‘সোনাক্ষী সিনহা কি অন্তঃসত্ত্বা?’ আজ্ঞে না! আসল সত্যিটা হল, বাবাকে দেখতেই সেদিন কোকিলাবেন হাসপাতালে গিয়েছিলেন সোনাক্ষী। উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটে আসানসোল থেকে তৃণমূল টিকিটে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন প্রবীণ অভিনেতা। সম্ভবত মেয়ের বিয়ের পর শারীরিক অসুস্থতার জন্যই সংসদে গিয়ে এখনও পর্যন্ত শপথ নিতে পারেননি শত্রুঘ্ন সিনহা।

[আরও পড়ুন: ‘তোমারে সালাম’, ভুবনজয়ী টিম ইন্ডিয়াকে আবেগী অভিনন্দন বুম্বা-ঋতু, দেব, জিৎ, জুন, মিমিদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement