Advertisement
Advertisement

Breaking News

Shakib Khan

গুরুতর আহত শাকিব খান, মুম্বইয়ের শুটিংয়ে রক্তারক্তি কাণ্ড

কেমন আছেন বাংলাদেশি তারকা?

Shakib Khan injured while shooting in Mumbai
Published by: Suparna Majumder
  • Posted:November 9, 2024 7:48 pm
  • Updated:November 9, 2024 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর আহত বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। মুম্বইয়ে শুটিং করছিলেন তিনি। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। তারকার কপালে আঘাত লেগেছে। কেটে গিয়েছে ভ্রুর কিছুটা অংশ। এমনটাই জানা গিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর সৌজন্যে।

Shakib-Khan-1

Advertisement

বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ের ইলোরা স্টুডিওতে ‘বরবাদ’ সিনেমার শুটিং করছিলেন শাকিব খান। ছবির পরিচালক মেহেদী হাসান জানান, একটি দৃশ্যে বাংলাদেশি সুপারস্টারকে দরজা খুলে বেরিয়ে আসতে হোতো। সেই দৃশ্য করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।

প্রস্তুতিপর্ব ঠিকঠাকভাবেই হয়েছিল। কিন্তু দরজা খুলতে গিয়েই বিপত্তি। শাকিব খানের কপালে প্রচণ্ড আঘাত লাগে। তার জেরেই ভ্রুর কিছুটা অংশ কেটে যায়। রক্ত বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে দেওয়া হয়। শাকিবকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন। একই সঙ্গে কিছু শারীরিক পরীক্ষা করা হয়। তার পর চিকিৎসক জানান ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় ওষুধ দিয়ে তিনি তারকাকে বিশ্রাম নিতে বলেন।

 

শাকিবের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ‘বরবাদ’ ছবির শুটিং সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক ও তাঁর টিম। কিন্তু সকলকে চমকে দিয়ে চোট নিয়েই সেটে হাজির হন শাকিব খান। বলেন, “চল শুটিং শুরু করি।” সন্ধ্যা থেকে আবার শুটিং শুরু হয়। আঘাত সত্ত্বেও রাত বারোটা পর্যন্ত শুটিং করেন শাকিব। তাঁর এই পেশাদারিত্বে মুগ্ধ মেহেদী হাসান।

প্রসঙ্গত, ‘বরবাদ’ সিনেমায় আবারও শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’ ছবিতে একসঙ্গে কাজ করছিলেন দুজন। ছবিটি বাংলাদেশের বক্স অফিসে সাফল্য পেয়েছিল। ছবির মুম্বইয়ের সেটে কিছুদিন আগেই মহেশ ভাট এসেছিলেন। বাংলাদেশি সিনেমা নিয়ে নাকি শাকিবের সঙ্গে বেশ কিছুক্ষণ তাঁর কথা হয় শাকিবের সঙ্গে। কথাবার্তার পর বাংলাদেশি তারকাকে শুভেচ্ছা জানিয়ে সেট ছাড়েন বলিউডের পরিচালক-প্রযোজক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement