সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার দুপুরেই কলকাতায় পা রেখেছেন শাহিদ কাপুর (Shahid Kapoor)। সিনেমার ভাষায় বলতে গেলে, ‘জব কবীর সিং মেট কলকাতা’। পরনে কালো জ্যাকেট, রং মিলান্তি প্যান্ট, চোখে রোদচশমা, শহরে ‘কবীর সিং’-এর আগমনে যে তরুণীদের হৃদস্পন্দন বাড়বে, তা বলাই বাহুল্য। কিন্তু আচমকাই কেন কলকাতায় পদার্পণ বলিউড অভিনেতার? নতুন কোনও সিনেমার শুটিংয়ের জন্যই কি? এমন কৌতূহল থাকা অস্বাভাবিক নয়।
গৌরচন্দ্রিকা না করে সোজাসাপটা বলা ভালো, এক অনুষ্ঠানের জন্যই শহর তিলোত্তমায় পা রেখেছেন শাহিদ কাপুর। শীতকালীন অনুষ্ঠানের সুবাদে শহরে বিগত মাস দুয়েক ধরেই বলিউডি সেলেবদের আনাগোনা। সেই তালিকাতেই এবার নবতম সংযোজন শাহিদ। সূত্রের খবর, কলকাতার এক সংস্থার তরফে আয়োজিত গঙ্গাবক্ষে সান্ধ্যকালীন জলসার জন্যই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল শাহিদকে। সেই ডাকে সাড়া দিয়েই বুধবার সকালে কলকাতায় এসেছেন অভিনেতা। জানা গিয়েছে, বাবুঘাটের ফেরি থেকে গঙ্গাবক্ষে ‘ময়ুরপঙ্খী’ ক্রুজে রাতপার্টির আয়োজন করা হয়েছে। সেই পার্টিই মাতাবেন শাহিদ কাপুর। বলিউড তারকার জন্য এলাহি আয়োজনও রয়েছে সেখানে।
View this post on Instagram
প্রসঙ্গত, ৩১ জানুয়ারি মুক্তি পাবে শাহিদ অভিনীত ‘দেবা’। সম্প্রতি অ্যাকশন প্যাকড ট্রেলার প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা। আর দিন দুয়েকের মধ্যেই কলকাতায় এলেন শাহিদ কাপুর। কবীর সিং পরবর্তী কোনও ছবিতে সেভাবে বক্স অফিস কিংবা দর্শকমনে দাগ কাটতে পারেননি অভিনেতা। আশা করা যায়, ‘দেবা’র মাধ্যমে আবারও বলিউডে মারকাটারি প্রত্যাবর্তন ঘটবে তাঁর। ট্রেলারে অন্তত তেমনটাই আভাস পাওয়া গিয়েছে। তার প্রাক্কালেই কলকাতা মাতাতে হাজির শাহিদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.