সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরই নাম শাহরুখ! বলিউডের বাদশা হয়েও যে একেবারেই মাটির মানুষ হয়ে থাকা যায়, তার প্রমাণ ফের দিলেন শাহরুখ। অনন্ত-রাধিকার বিয়েতে শুধুই অতিথি হয়েই থাকলেন না। বরং নিজেই কাঁধে তুলে নিলেন নানা দায়িত্ব। ঠিক যেন আম্বানি পরিবারের ‘ঘরের ছেলে’। নীতা আম্বানি ও মুকেশ আম্বানির সঙ্গে তাল মিলিয়ে অতিথি আপ্য়ায়ণে মেতে উঠলেন বলিউডের পাঠান। হাতজোড় করে পৌঁছে গেলেন ইন্ডাস্ট্রির সহকর্মীদের কাছে। মিষ্টি হেসে করলেন শুভেচ্ছা বিনিময়।
সোশাল মিডিয়ায় শাহরুখের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, শাহরুখ একটিবারের জন্যও চেয়ারে বসে নেই। বরং বিয়ে বাড়িতে আসা প্রত্যেকটি অতিথির কাছে গিয়ে কুশল বিনিময় করছেন। ভিডিওতে দেখা গেল শচীন, রজনীকান্তের সঙ্গে আড্ডা দিচ্ছেন শাহরুখ। শুধু তাই নয়, অমিতাভ ও জয়া বচ্চন সামনে আসতেই পায়ে হাত দিয়ে প্রণাম করলেন শাহরুখ। ভক্তরা বলছে, এ যেন কভি খুশি কভি গম মোমেন্ট।
Bollywood Baadshah Shah Rukh Khan warmly greets the legendary @SrBachchan , @rajinikanth , @sachin_rt at Anant Radhika Wedding Celebration @iamsrk #Rajinikanth #ShahRukhKhan #AmitabhBachchan #SachinTendulkar #AnantRadhikaWedding pic.twitter.com/cGlWIvFKVl
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) July 12, 2024
গোটা বলিউড তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হল বিয়ের আসর। ছাদনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করলেন। দাদা-বউদি আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সকলেই অনন্ত-রাধিকার বিয়েতে আগত অতিথিদের আপ্যায়ণে কড়া নজর রেখেছিলেন।
বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। অতিথি আপ্যায়ণেও বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিল। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে দেখা গিয়েছে নীতা আম্বানিকে। গত দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলছে। কখনও দেশে কখনও বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনন্ত-রাধিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.