Advertisement
Advertisement
Shah Rukh Khan

২২ বছর বাদে বনশালির ছবিতে শাহরুখ! ভিকি-রণবীরের ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ‘তুরুপের তাস’ বাদশা

কিং ম্যাজিকে 'গেম চেঞ্জার' হতে পারে এই ছবি।

Shah Rukh Khan to make a cameo in Sanjay Leela Bhansali's Love and War
Published by: Sandipta Bhanja
  • Posted:November 23, 2024 12:04 pm
  • Updated:November 23, 2024 12:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) ফ্রেমে ‘দেবদাস’ হয়ে দর্শকদের কাঁদিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ২০০২ সালের সেই মেগাবাজেট সিনেমা আজও সিনেদুনিয়ায় চর্চিত। তার পর কেটে গিয়েছে বাইশটা বছর। বনশালির ফ্রেমে আর দেখা মেলেনি বাদশার। বারবার জল্পনা শোনা গেলেও, দর্শক-অনুরাগীদের স্বপ্ন সত্যি হয়নি। অতঃপর অধরাই থেকেছে সঞ্জয় লীলা বনশালির ছবিতে ফের কিং ম্যাজিক দেখার সাধ। তবে এবার সম্ভবত ভক্তদের ‘মন্নত’ পূরণ হতে চলেছে।

শোনা যাচ্ছে, বনশালির ত্রিকোণ প্রেমের সিনেম্যাটিক মহাকাব্যে এবার শাহরুখ খানকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। যে ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল। বলিপাড়ায় জোর জল্পনা, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে কিং খান থাকছেন ক্যামিওর চরিত্রে। সম্প্রতি বনশালির সঙ্গে দেখা করেছেন শাহরুখ। আর সেই সাক্ষাতেই ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার এক বিশেষ দৃশ্যে অভিনয়ের জন্য শাহরুখের সঙ্গে আলোচনা হয়েছে। বাদশা সবুজ সংকেত দিলেই ২০২৫ সালে সেই দৃশ্যের শুটিং হবে বলে শোনা গিয়েছে। সূত্রের খবর,’লাভ অ্যান্ড ওয়ার’ ছবির দ্বিতীয়ার্ধে এক মোড় ঘোরানো দৃশ্যে বাদশাকে দেখা যাবে। যেখানে কিং খানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন রণবীর কাপুর। এই দৃশ্যে ভিকির উল্লেখ অবশ্য পাওয়া যায়নি। তবে এই জল্পনা সত্যি হলে ‘লাভ অ্যান্ড ওয়ার’ যে কিং ম্যাজিকে ‘গেম চেঞ্জার’ হতে পারে, এমনটাই ভবিষ্যদ্বাণী সিনেমহলের।

Advertisement

ইতিমধ্যেই সিনেমার শুটিং শুরু করে দিয়েছেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল। আলিয়া ভাটও খুব শিগগিরিই শুটিং শুরু করবেন। সিনেমার পর্দায় সঞ্জয় লীলা বনশালির গল্প বলার ধরণ বরাবরই অনবদ্য। এযাবৎকাল বহু মাস্টারপিস উপহার দিয়েছেন দর্শকদের। আর এই ছবিতেই ‘সাওয়ারিয়া’র পর আবারও বনশালির সঙ্গে কাজ করছেন রণবীর কাপুর। এবারের জল্পনা সত্যি হলে ২২ বছর পর পরিচালকের ফ্রেমে দেখা যাবে শাহরুখ খানকে। আলিয়া, ভিকি, রণবীরের ত্রিকোণ প্রেমের গল্প ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ কিং ম্যাজিক কি আদৌ সত্যি হবে? এটাই এবার সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement