Advertisement
Advertisement
Shah Rukh Khan

ফিরছে ‘বাজিগর’, সিক্যুয়েলের নায়ক কি শাহরুখ?

১৯৯৩ সালে মুক্তি পায় শাহরুখ-কাজলের 'বাজিগর'।

Shah Rukh Khan in talks to star in ‘Baazigar’ sequel
Published by: Akash Misra
  • Posted:November 13, 2024 4:36 pm
  • Updated:November 13, 2024 7:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হারকে জিতনেওয়ালো কো বাজিগর কহেতে হ্যায়!’ সালটা ১৯৯৩। তখনও বলিউড বাদশা হয়ে ওঠা হয়নি শাহরুখের। বরং সেটা তাঁর স্ট্রাগল পিরিয়ড। একের পর এক ছবিতে ইমেজ ভেঙে বলিউডকে হাতের মুঠোয় আনার চেষ্টা। আর সেই চেষ্টারই ফল বলিউডের ব্লকবাস্টার ছবি ‘বাজিগর’। যেখানে হিরোই ছিলেন নেগেটিভ চরিত্রে। বলিউডের ট্রেন্ডকে বদলে ফেললেন শাহরুখ। সঙ্গে শিল্পা শেট্টি ও কাজলের সঙ্গে প্রেমজুটি। ‘বাজিগর’ ছবির নাচে,গানে, অ্যাকশনে একেবারে মাইলস্টোন। তা সেই ছবির যদি সিক্যুয়েল আসে, তাহলে?

হ্যাঁ, সেরকমই প্ল্য়ান করে ফেলেছেন ছবির প্রযোজক রতন জৈন। এমনকী, ছবির পরিচালক আব্বাস-মাস্তানও চিত্রনাট্য নিয়ে তৈরি। কথা হয়েছে শাহরুখের সঙ্গে। সব কিছু থাকলে, পরের বছরই নাকি এই ছবির কাজকর্ম শুরু করে ফেলবেন টিম।

Advertisement

প্রযোজক রতন জৈন জানিয়েছেন, ”শাহরুখের সঙ্গে বাজিগর ছবির সিক্যুয়েল নিয়ে প্রায়ই কথা হয়। মোটামুটি আলোচনা অনেকটা দূরই এগিয়েছে। হয়তো খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হবে।”

শাহরুখের(Shah Rukh Khan) কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা(Suhana Khan)। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement