সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেও ঘাড় পর্যন্ত চুল ছিল। আলতো করে হাত দিয়ে সামলে নিতেন। তার পর টোল পড়া গালে ভুবন ভোলানো হাসি। কিন্তু এবার নয়া লুকে শাহরুখ খান। ঢেউ খেলানো সেই চুল ছেঁটে ফেলেছেন বলিউড বাদশা। আর তাতেই বাজিমাত করে দিয়েছেন। কিং খানের নয়া লুকে মাতোয়ারা ভক্তরা। একটাই প্রশ্ন তাঁদের মনে।
অনুরাগীরা জানতে চান, কিং খানের এই নতুন স্টাইল কি ‘জওয়ান ২’ সিনেমার জন্য? গত বছর ‘পাঠান’ হয়ে বড়পর্দায় কামব্যাক করেছিলেন বলিউড বাদশা। বক্স অফিসে ঝড় তুলেছিলেন তিনি। তার পরই ‘জওয়ান’ সুনামির সাক্ষী থাকেন অনুরাগীরা।
Check out Shah Rukh Khan’s new hairstyle—fresh and stylish as always!@iamsrk ✨#ShahRukhKhan #SRK pic.twitter.com/BL9bm9zTQi
— SITARE ✨ (@star009200) September 10, 2024
‘পাঠান’ ছবিতে শাহরুখের বড় চুলই ছিল। ‘জওয়ান’-এ কিং খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। তাতে তাঁর চুল ছোট করেই ছাঁটা ছিল। সেই কারণেই হয়তো শাহরুখের এই নয়া লুকে ‘জওয়ান ২’র প্রসঙ্গ তুলেছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার মনে করছেন, ‘বাদশা’র এই নতুন রূপ পরিচালক জুটি রাজ ও ডিকের নতুন ছবির জন্যও হতে পারে।
কারণ যাই হোক, শাহরুখের ভোলবদলের সাক্ষী অনুরাগীরা হতে পারলেন আইফা পুরস্কারের সাংবাদিক বৈঠকের জন্য। শাহরুখের পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন করণ জোহর, রাণা দাগ্গুবাতি। মজার ছলে শাহরুখের পা ছুঁয়ে প্রণাম করেন রাণা। তাতেই হেসে ফেলেছেন ‘বাদশা’। পরে তাঁকে জড়িয়েও ধরেন।
It’s not just Stardom, the entire Industry Respect Him #RanaDuggubati touched #ShahRukhKhan‘s feet at #IIFA press conference to show his respect and gratitude is pure love ❤️#SRK pic.twitter.com/N3JFOtI6Es
— Ashwani kumar (@BorntobeAshwani) September 10, 2024
জানা গিয়েছে, এবারে আইফার পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে আবু ধাবিতে। ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। নাচ, গানে, সঞ্চালনায় দর্শকদের মন কাড়বেন ভিকি কৌশল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভিকি কৌশলরা। একই অনুষ্ঠানে দক্ষিণী সিনেমার পুরস্কারও নাকি দেওয়া হবে। সেই অংশের সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে রাণা দাগ্গুবাতিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.