সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেন নয়ের দশক ফিরে এসেছে IIFA সেরার তালিকায়। একদিকে সেরা অভিনেতা শাহরুখ খান, অন্যদিকে সেরা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। বাকি পুরস্কারের তালিকাতেও বলিউডের অভিজ্ঞ তারকাদের সংখ্যাই বেশি। নতুনদের মধ্যে ভিকি কৌশলকে দেখা গেল সঞ্চালনায়। মঞ্চে পারফর্ম করলেন কৃতী স্যানন, নোরা ফতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানেও বাজিমাত করলেন রেখা।
View this post on Instagram
বলিউডের ‘এভারগ্রিন বিউটি’র নাচে মুগ্ধ আবু ধাবির দর্শকরা। কারা পেলেন কোন পুরস্কার? এক নজরে দেখে নেওয়া যাক।
IIFA সেরার তালিকা
————–
সেরা ছবি: অ্যানিম্যাল
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)
সেরা অভিনেত্রী: রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা সহ-অভিনেতা – অনিল কাপুর (অ্যানিম্যাল)
সেরা সহ-অভিনেত্রী – শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা খলনায়ক – ববি দেওল (অ্যানিম্যাল)
সেরা গল্প – রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা গল্প (অ্যাডাপ্টেড) – টুয়েলভথ ফেল
সেরা সঙ্গীত পরিচালনা – অ্যানিম্যাল
সেরা সঙ্গীতশিল্পী (পুরুষ) – ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিম্যাল)
সেরা সঙ্গীতশিল্পী (মহিলা) – শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)
সেরা গীতিকার – সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিম্যাল)
View this post on Instagram
এছাড়াও এদিন বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাঁকে ও প্রযোজক-পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে।
View this post on Instagram
সিনেমা জগতে ২৫ বছর পূর্ণ হওয়ায় সম্মানিত করা হয়েছে করণ জোহরকে। শাহরুখ ও ভিকির পাশাপাশি তিনিও এবারের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির (IIFA) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.