Advertisement
Advertisement

Breaking News

Jisshu-Nilanjana

ডিভোর্স গুঞ্জনে ‘নির্বাক’ যিশু! ‘তুমি শক্তিশালী’, নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন শাশ্বতপত্নী মহুয়া

নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে আর কী বললেন মহুয়া চট্টোপাধ্যায়?

Saswata Chatterjee's wife Mohua reacts to Jisshu-Nilanjana Divorce rumor
Published by: Sandipta Bhanja
  • Posted:July 26, 2024 9:46 am
  • Updated:July 26, 2024 9:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যিশু-নীলাঞ্জনার (Jisshu-Nilanjana) ডিভোর্সের খবরে উত্তাল টলিপাড়া। এমনকী মন ভেঙেছে অনুরাগীদেরও। অভিনেতাকে নিয়ে সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে পোস্ট। মেয়ে সারা পর্যন্ত বাবাকে আনফলো করে মায়ের পাশে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। কিন্তু এত শোরগোলের মাঝেও যিশু সেনগুপ্ত নির্বাক। কুড়ি বছরের দাম্পত্য ভাঙার খবর নিয়ে কেন অভিনেতা ‘স্পিকটি নট’? প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে অভিনেতা নিরুত্তর থাকলেও নীলাঞ্জনা সেনগুপ্তর পাশে দাঁড়িয়ে এই প্রথমবার টলিপাড়ার কেউ বার্তা দিলেন। তিনি শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়।

মহুয়ার সঙ্গে নীলাঞ্জনার দারুণ সখ্যতা। দুই তারকাপত্নীর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই তাঁদের ‘গার্ল গ্যাং’কে দেখা যায়। এই কঠিন সময়ে বন্ধু নীলাঞ্জনা সেনগুপ্তর পাশে দাঁড়িয়ে বৃহস্পতিবার রাতে একটি পোস্ট শেয়ার করেছেন মহুয়া। শাশ্বত চট্টোপাধ্যায়ের ঘরণি লিখেছেন, “তোমাকে দুর্দান্ত এবং শক্তিশালী একজন মানুষ বলেই জানি। খুব খুব গর্ব হয় তোমার জন্য। সবসময়ে তোমার সঙ্গে রয়েছি নীলাঞ্জনা।” শুধু মহুয়াই নন, নীলাঞ্জনার পাশে থাকার বার্তা দিয়েছেন রাগেশ্বরীও। তিনি জানালেন, “কটা সময়ে জীবনের কঠিন সময়ে তুমি আমাকে হাত ধরে বাঁচিয়েছিলে। আজ আমার পালা।”

Advertisement

সম্প্রতি প্রকাশ্যে এসেছে যিশু সেনগুপ্তর জীবনের ‘নতুন নারী’র ছবি। গুঞ্জন অনুযায়ী, গুজরাটের কন্যা শিনাল সুর্তিই নাকি যিশুর মন কেড়েছেন। আর এই নারীর কারণেই নাকি যিশু-নীলাঞ্জনার দু দশকের সংসারে ভাঙন। যিশুর প্রেমের আগুন এতটাই তীব্র যে, মাস কয়েক ধরেই মুম্বইয়ে শিনালের সঙ্গে তিনি লিভ-ইন সম্পর্কে রয়েছেন বলে শোনা যাচ্ছে। এখন অবশ্য ‘খাদান’ ছবির শুটিংয়ের জন্য নিজের শহরে থাকলেও নিজের বাড়িতে ওঠেননি অভিনেতা।

[আরও পড়ুন: অবসাদে ভুগছেন ক্যাটরিনা? অস্ট্রিয়ার ‘মেডিক্যাল হেলথ রিসর্টে’ শান্তির খোঁজে অভিনেত্রী]

Jisshu Sengupta & Nilanjanaa Headed For Divorce, Actor in love with a Gujarati woman Sanel? | Sangbad Pratidin

প্রসঙ্গত, যিশু বর্তমানে টলিউড, বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ব্যস্ত। জাত অভিনেতা হিসেবে নিজেকে চিনিয়ে দিয়েছেন। বেশিরভাগ সময়ই মুম্বইতে ব্যস্ত থাকেন তিনি। সেখানেই অন্য কাউকে মন দিয়ে ফেলেছেন! আর সেই তৃতীয় ব্যক্তির জন্যই সংসারে অশান্তি। দিন কয়েক আগেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী-প্রযোজক নীলাঞ্জনা। ডিহাইড্রেশনে ভুগেই অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল। তবে এই নিয়েও গুঞ্জন অনেক। ২০০৪ সালে নীলাঞ্জনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন যিশু সেনগুপ্ত। ধারাবাহিক, টেলিসিরিজের পর্দায় যিশু তখন জনপ্রিয় মুখ। অঞ্জনা ভৌমিকের জেষ্ঠকন্যা নীলাঞ্জনাও তখন অভিনয়জগতে বেশ জনপ্রিয়। তার পর যিশু-নীলাঞ্জনার প্রেমমাখা সুখের সংসার সারা এবং জারা দুই কন্যাসন্তান এল। সন্তান-সংসারই নীলাঞ্জনার ধ্যানজ্ঞান হয়ে ওঠে। এদিকে টলিউড, বলিউডের একের পর এক সিনেমা নিয়ে ব্যস্ত তখন যিশু। এই কর্মব্যস্ততাই কি যিশু-নীলাঞ্জনার দূরত্ব বাড়াল?

[আরও পড়ুন: বিয়ে ভাঙছে ঋষি কৌশিকের! ‘পুরুষদেরও কষ্ট হয়’, ফেসবুক লাইভে দাম্পত্য যন্ত্রণার কথা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement