বিদিশা চট্টোপাধ্যায়: খবর আগেই ছিল যে ‘তাসখন্দ ফাইলস’, ‘কাশ্মীর ফাইলস’ ছবির পর ‘দ্য দিল্লি ফাইলস’ বানাতে চলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। অক্টোবর মাসে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনে পরিচালক হইচই ফেলে দিয়েছিলেন, কারণ এই ছবির নাম ‘দ্য দিল্লি ফাইলস’ (The Delhi Files) হলেও সাবলাইনে উল্লেখ করেছেন ‘দ্য বেঙ্গল চ্যাপ্টারে’র কথা। অতঃপর বিবেকের এই সিনেমার সঙ্গে যে বাংলার একটা যোগ রয়েছে, তা আগেভাগেই আঁচ করা গিয়েছে। তবে ‘দ্য দিল্লি ফাইলস’-এর সঙ্গে বাংলার নাম জুড়তে চলেছে আরও একটি কারণে।
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই পলিটিক্যাল থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। কেমন চরিত্রে অভিনয় করছেন তিনি? জানতে চাইলে সংবাদ প্রতিদিন ডট ইন-কে অভিনেতা হেসেই জানান, খারাপ চরিত্রে। ভালো অভিনেতাকে অনেক সময় খারাপ চরিত্র দেওয়া হয়।” অতঃপর বিবেকের ‘দ্য দিল্লি ফাইলস’-এ শাশ্বতকে ধূসর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তবে ছবি নিয়ে বিশেষ কিছু ভাঙতে না চাইলেও অভিনেতা জানালেন আগামী বছর জানুয়ারি মাস থেকে শুরু হবে শুটিং। ‘দ্য দিল্লি ফাইলস’ ছবিতে অনুপম খের, পল্লবী জোশি, পুনিত ইশারর সঙ্গে স্ক্রিন ভাগ করে নেবেন তিনি।
সামনেই মুক্তি পাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত ‘যমালয়ে জীবন্ত ভানু’। সেই সিনেমার প্রচারের জন্যই অভিনেতা আপাতত কলকাতাতে ব্যস্ত। টলিউডের পাশাপাশি বলিউড তো বটেই এমনকী দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করছেন শাশ্বত। মাসখানেক আগেই প্রভাস-দীপিকার বিগ বাজেট সিনেমা ‘কল্কি’তে ধূসর চরিত্র কমান্ডার মানসের ভূমিকায় বাজিমাত করেছেন। এবার বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য দিল্লি ফাইলস’-এও নেগেটিভ চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়।
এপ্রসঙ্গে আরেকটি প্রশ্ন আসে, ‘দ্য দিল্লি ফাইলস’ ছবির সঙ্গে বাংলার যোগ কীভাবে? বিবেক অগ্নিহোত্রী এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “আসলে আমি প্রথমে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নাম দিতেই চেয়েছিলাম। কিন্তু পরে দিল্লি ফাইলসই রাখলাম। কারণ এই ছবির গল্পে বাংলার রাজনীতি দেখাব। এবং দিল্লির রাজনীতিতে তার প্রভাব দেখানো হবে। এই প্রভাবের কারণেই এই ছবির নাম ‘দিল্লি ফাইলস’, সঙ্গে সাব লাইনে বাংলার কথা রয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.