সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’-এ রবীন্দ্রসঙ্গীতকে ব্যঙ্গ করা ইস্যুতে তোলপাড় বিনোদন জগৎ। ‘একলা চলো’র মতো গভীর ও জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতকে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে কপিলের শোয়ের বিরুদ্ধে। বিতর্কের নেপথ্যে মূল কাণ্ডারি ক্রুষ্ণা অভিষেক ‘দায়সারা’ ক্ষমা চাইলেও চিঁড়ে ভেজেনি! উপরন্তু আইনি বিপাকে পড়তে হয়েছে কপিল শর্মা এবং তাঁর শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’কে (The Great Indian Kapil Show)। নাম জড়িয়েছে সলমন খানেরও (Salman Khan)।
একেই লাগাতার প্রাণনাশের হুমকি, তার মাঝেই রবীন্দ্রনাথকে অবমাননা বিতর্কে নাম জড়ানো, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মুখ খুলতে বাধ্য হল শেষমেশ সলমনের টিম। বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সলমন খানের প্রযোজনা সংস্থার সঙ্গে জড়িত। কারও দাবি ছিল, সলমনের প্রযোজনায় তৈরি হয় এই শো। এবার সম্প্রতি বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের তরফে আইনি নোটিস পাঠাতেই নড়েচড়ে বসল সলমনের টিম। শোনা গিয়েছে, ভাইজানের প্রযোজনা সংস্থাতেও নাকি একটি আইনি চিঠি গিয়েছে! সেকথা রটতেই সলমন খানের টিম মুখ খুলল। বুধবার বলিউড সুপারস্টারের তরফ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানেই সাফ জানানো হয়েছে, “তিনি বা তাঁর প্রযোজনা সংস্থা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের সঙ্গে যুক্ত নন।” এর আগে টলিপর্দায় যখন এই শো দেখা যেত, তখন সলমনের প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হত। কিন্তু বর্তমানে তা নেটফ্লিক্সের অধীনে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগে তাঁর নাম জড়াতেই জবাব এল সলমন খানের টিমের তরফে।
বলিউডের পর্দায় বাংলা ভাষা কিংবা সংস্কৃতিকে খাটো করে দেখানো নতুন নয়! সম্প্রতি ‘ভুলভুলাইয়া ৩’ তে বাঙালি ভূত ‘মঞ্জুলিকা’র চরিত্র নিয়েও আপত্তি তুলে নেটপাড়ার একাংশ প্রশ্ন তুলেছিলেন, ‘বাঙালিরা তুকতাক, কালাজাদু করে, এই ভাবনা কবে যাবে?’ এবার কাঠগড়ায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। হাস্যরসের উদ্রেক করতে গিয়ে তাল-জ্ঞান, কাল-পাত্র বিবেক বিসর্জন দিয়ে রীতিমতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মশকরা! আর যে ঠাট্টা-রসিকতায় মেতে ওঠেন শোয়ের সঞ্চালক তো বটেই এমনকী উপস্থিত তারকারাও। সেই প্রেক্ষিতেই কপিল শর্মার শোয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেগেছিলেন শ্রীজাত। যদিও আইনি পদক্ষেপ এখনও তিনি কিছু করেননি বলেই জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.