সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত সাদামাটা পোশাকেই দেখা যায় সলমন খানকে (Salman Khan)। তবে ভাইজানের হাতঘড়ির প্রতি সখ্যতার কথা অনেকেরই জানা। এবার খ্যাতনামা আন্তর্জাতিক সংস্থা ‘জেকব অ্যান্ড কোং’-এর বিশেষ হাতঘড়িতে দেখা গেল সলমনকে। যে ঘড়িতে নিখুঁতভাবে বসানো ৭১৪টি হিরকখণ্ড। ডিজাইনও এমন অদ্ভূত যে, দেখে মনে হয় অলঙ্কার।
রিসলেট, ঘড়ির বিষয়ে বরাবরই শৌখিন সলমন। তাঁর সংগ্রহেও বিশ্বের বিভিন্ন বিখ্যাত সংস্থার হাতঘড়ির সংখ্যা নেহাত কম নয়। তবে এবার আলাদাই চমক দিলেন বলিউড সুপারস্টার। ভাইজানের হাতে ‘জেকব অ্যান্ড কোং’-এর এক্সক্লুসিভ সংগ্রহের ‘বিলিওনেয়ার ৩’ নামের বহুমূল্য হাতঘড়িটি পরিয়ে দিলেন সংস্থার সহপ্রতিষ্ঠাতা জেকব আরব। সেই বিরল মুহূর্ত নিজেই শেয়ার করেছেন তিনি। কেন এই ঘড়ির দাম তো বটেই এমনকী বিশেষত্ব জানলেও চমকে যাবেন।
View this post on Instagram
‘জেকব অ্যান্ড কোং’-এর এক্সক্লুসিভ সংগ্রহের এই ঘড়িটি একটা মাস্টারপিস! যা কিনা ৭১৪টি সাদা হিরে দিয়ে তৈরি। ঘড়ির ভিতরের অংশে রয়েছে ১৫২ টি সাদা এমারেল্ড কাট ডায়মন্ড। এছাড়াও ৫৭টি ব্যাগেট কাট হিরেখচিত এই হাতঘড়ি। যার মূল্য ৪১.৫ কোটি টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.