সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে। কিন্তু সলমনের ক্ষেত্রে তা বিতর্ক! হ্যাঁ, ঠিক এমনটাই ঘটল। সলমনের এক পুরনো ভিডিও নিয়ে সোশাল মিডিয়ায় তোলপাড়। যেখানে সলমন এক পাকিস্তানের চ্যানেলে ২৬/১১- মুম্বই হামলা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন। ২০১০ সালে সলমনের সেই মন্তব্য নিয়ে ফের শোরগোল নেটপাড়ায়।
তা ঠিক কী বলেছিলেন সলমন?
সলমনের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে সলমন বলেছেন, “২৬/১১-র ঘটনা নিয়ে খুব বেশি হইচই তৈরি হয়েছে, কারণ সমাজের উঁচু স্তরের মানুষদের উপর হামলা হয়েছিল। কিন্তু দেখুন, লোকাল ট্রেন বা ছোট শহরেও কত হামলা হয়, সেটা নিয়ে এত শোরগোল হয় না।” এখানেই শেষ করেননি সলমন। তাঁর কথায়, “একথা সবার কাছে স্পষ্ট, যে এই হামলায় পাকিস্তানের সরকার ছিল না। এটা একটা জঙ্গি হামলা ছিল। তবে সবচেয়ে বড় বিষয় হল, আমাদের নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। এর আগেও আমাদের দেশে বহু হামলার ঘটনা ঘটেছে। সব কিন্তু পাকিস্তান থেকে হয়নি। দেশের মধ্যে থেকেই হামলা করা হয়েছে। এই ঘটনায় যেহেতু তাজ, ওবেরয়ের মতো বড় হোটেলের উপর হামলা হয় তাই সবাই রুখে দাঁড়িয়েছিল। আমাদের দেশে এর আগেও বাসে-ট্রেনেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।”
पाकिस्तान के एक टीवी चैनल एक्सप्रेस न्यूज़ को दिए इंटरव्यू में सलमान खान कह रहा है 26/11 के मुंबई हमले में पाकिस्तान सरकार का कोई रोल नहीं था इस हमले को भारत के लोगों ने ही अंजाम दिया था
और हम इन कुत्तों की फिल्म देखने जाते हैं pic.twitter.com/Olna7WpsKy
— ocean jain (@ocjain4) November 26, 2024
প্রসঙ্গত, ২০০৮ সালের এই ২৬ নভেম্বর পাকিস্তান থেকে জঙ্গিরা সমুদ্রপথে মুম্বইয়ে এসে চালিয়েছিল নারকীয় হত্যালীলা। ১৮ জন নিরাপত্তা কর্মীসহ ১৬৬ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। রক্তাক্ত সেই দিন স্মরণ করে মঙ্গলবার শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ আরও অনেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.