সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার পুলিশি হেফাজতেই আত্মঘাতি সলমনের বাড়ি ‘গ্যালাক্সি’তে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত অনুজ থাপান। অভিযুক্ত কারাগারের মধ্যেই আত্মহত্যা করেছেন বলে খবর। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। তবে অনুজের এই মৃত্যুকে আত্মহনন হিসেবে মানতে নারাজ তাঁর পরিবার। অনুজের ভাই সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ”পুলিশ অনুজকে খুন করেছে। কারণ আমার ভাই এতটাও দুর্বল চিত্তের মানুষ নয় যে, আত্মহত্য়া করবে। আমরা এর বিচার চাই।” এমনকী, সলমন খানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় অনুজের যোগ রয়েছে, তাও মানতে নারাজ তাঁর পরিবার।
#WATCH | Anuj Thapan, the accused in Salman Khan residence attack case, passed away after he attempted suicide in custody today, say Mumbai Police.
The accused’s brother Abhishek Thapan, a resident of Sukhchain village in Punjab’s Abohar, says, “Anuj was taken by Mumbai Police… pic.twitter.com/VpFGJ4PyQw
— ANI (@ANI) May 1, 2024
গত ১৪ এপ্রিল কাকভোরে সলমন খানের বান্দ্রার অ্যাপার্টমেন্টে হামলা চালায় দুই ব্যক্তি। বিষ্ণোই গ্যাংয়ের তরফে সেই হামলার দায় স্বীকার করেছে। তারপর জল গড়িয়ে বহুদূর। নিত্যদিন একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। পাঞ্জাব থেকে মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার হয় অনুজ ও সুভাষ। এরা শ্যুটারদের বন্দুক জোগান দিয়েছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, দুজনেরই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ ছিল।
প্রসঙ্গত, সলমনের বাংলোয় হামলার ঘটনার পরই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে খোদ। শুধু তাই নয়! ভাইজানকে খুনের হুমকি দেওয়া বিষ্ণোই গ্যাংকেও খতম করার কথা ঘোষণা করেন তিনি। তারপর থেকেই সংশ্লিষ্ট মামলায় আদা জল খেয়ে মাঠে নেমেছে মুম্বই পুলিশ। তবে সলমন কিন্তু ‘বেফিকর’। বুক ফুলিয়ে কাজে যাচ্ছেন সর্বত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.