Advertisement
Advertisement

Breaking News

Rukmini Maitra Binodiini

‘কানহা’ গানের ঝলকেই বাজিমাত, রুক্মিণী বুঝিয়ে দিলেন তিনিই যোগ্য ‘বিনোদিনী’

প্রকাশ্যে 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান'-এর পয়লা গান। দেখুন ঝলক।

Rukmini Maitra starrer Binodiini song 'Kanha' out, watch
Published by: Sandipta Bhanja
  • Posted:January 8, 2025 5:47 pm
  • Updated:January 8, 2025 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নটী বিনোদিনী’র চরিত্রে অভিনয় করার জন্য কড়া হোমওয়ার্ক করেছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ২০১৯ সালে যখন পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের তরফে এই সিনেমার জন্য প্রস্তাব পান, তখন থেকেই আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছিলেন অভিনেত্রী। নাচের প্রশিক্ষণ নিয়েছেন। নতুন নৃত্যশৈলী শিখতে হয়েছে তাঁকে। রুক্মিণীর সেই কড়া হোমওয়ার্কের ঝলকই এবার দেখা গেল ‘কানহা’ গানে। বুধবার প্রকাশ্যে এল ‘নটী বিনোদিনী’র (Binodiini) পয়লা গান। আর তাতেই ‘বিনোদিনী দাসি’র ভূমিকায় যে নৃত্যশৈলী পরিবেশন করলেন রুক্মিণী, তাতে মুগ্ধ হতে হয়।

রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ পিরিয়ড ড্রামা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল, কারণ দীনেন গুপ্ত পরবর্তী সময়ে ‘নটী বিনোদিনী’কে নিয়ে টলিউডের পর্দায় সেভাবে কাজ হয়নি। তিন দশক পরে এবার হাল ধরলেন রামকমল। বিনোদিনীর বঞ্চনার অধ্যায় থেকে তাঁর জীবনকাহিনীর কিয়দংশ তাঁর ফ্রেমে তুলে ধরতে চলেছেন দর্শকদের কাছে। বাংলার নাট্যদুনিয়ার অন্যতম ‘কাণ্ডারী’র চরিত্রকে আত্মস্থ করতে কোনওরকম কসরত বাকি রাখেননি রুক্মিণী মৈত্র। মঞ্চে বিনোদিনীর বডি ল্যাঙ্গুয়েজ থেকে ব্যক্তিত্ব, নৃত্যশৈলী আত্মস্থ করতে হয়েছে তাঁকে। তারই ঝলক দেখা গেল ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ সিনেমা থেকে মুক্তিপ্রাপ্ত পয়লা গান ‘কানহা’য়। সেই গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। বুধবার মিউজিক ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল।

Advertisement

পরনে লেহেঙ্গা চোলি। অলঙ্কারে বিভূষিতা ‘নটী’ বেশে জলসা মাতাচ্ছেন রুক্মিণী মৈত্র। যেখানে গুরমুখ রাইয়ের ভূমিকায় বিনোদিনীর নৃত্যশৈলী উপভোগ করতে দেখা গেল মীর আফসার আলিকে। বলাই বাহুল্য, রামকমল মুখোপাধ্যায় যে তাঁর পিরিয়ড ড্রামার কাস্টিংয়ে তাক লাগিয়ে দিয়েছেন। বাকিটা দেখতে হলে অপেক্ষা করতে হবে আগামী ২৩ জানুয়ারি অবধি। কারণ সেদিনই মুক্তি পাচ্ছে ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’।

সম্প্রতি স্টার থিয়েটার-এর নামবদলে বিনোদিনীর নামে হওয়ায় দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে ১৪০টি প্রদীপ জ্বালিয়েছিলেন রামকমল এবং রুক্মিণী মৈত্র। ১৪০ বছর পর বিনোদিনীর বঞ্চনার ইতি। স্টার-এর নামবদলে ‘বিনোদিনী থিয়েটার’ করে কিংবদন্তী নাট্যব্যক্তিত্বকে যোগ্যসম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক নারীর হাত ধরেই আরেক নারী তাঁর প্রাপ্য সম্মান ফেরত পেলেন। রামকমল মানত করেছিলেন, বঞ্চনার যত বছর পর ন্যায় আসবে, ততগুলি প্রদীপ জ্বালিয়ে দক্ষিণেশ্বরে পুজো দেবেন তিনি। কথামতো সেই ১৪০টি প্রদীপই এবার জ্বালালেন রামকমল, রুক্মিণী। ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হয় স্টার থিয়েটার। প্রথমটায় কথা ছিল, স্টারের নামবদলে বিনোদিনী দাসীর নামের আদ্যাক্ষর দিয়ে ‘বি’ থিয়েটার করা হবে। তবে প্রতারিত হন তিনি। ১৪০ বছর পার করে বিনোদিনীকে জিতিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এহেন উদ্যোগে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেছিলেন রুক্মিণী মৈত্র। বিনোদিনী যে তাঁর সঙ্গে জুড়ে গিয়েছেন, সেটা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছেন তিনি। ‘কানহা’ গানটি তার অন্যতম প্রমাণ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement