ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী নাকি ক্রিকেটার, ধরতে পারবেন না! এমনিতেই বেশ ডাকাবুকো, সাহসী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার ব্যাট হাতে মাঠে নামলেন। আর যেমন তেমন খেলোয়ার নন অভিনেত্রী! বরং চার-ছক্কাও হাঁকালেন রুক্মিণী! তাও আবার শাড়ি পরে। অভিনেত্রীর এই ক্রিকেটার স্কিলের নেপথ্যে কি দেব?
মাঝেমধ্যেই ব্যস্ত শিডিউলের মাঝে ক্রিকেট খেলেন দেব। টিমের সঙ্গে ছবিও শেয়ার করেন। এবার দেবের সঙ্গে ক্রিজে দেখা গেল রুক্মিণী মৈত্রকে। পরনে লাল রঙের জমকালো সুন্দর ডিজাইনার শাড়ি। সঙ্গে ফুল হাতা ব্লাউজ। কানে দুল। খোলা চুলে দিব্যি দেখাচ্ছে অভিনেত্রীকে। আর সেই সাজপোশাক নিয়েই ব্যাট হাতে মাঠে নেমেছেন তিনি। সেই ভিডিও নিজেই শেয়ার করেছেন। আর জানিয়েছেন, “কিছু বিষয় অনুশীলনের বাইরেও ছিল। তবে শাড়ি পরে খেলতে মোটেও কষ্ট হয়নি।” পিছনেই দেখা গেল উইকেট কিপারের ভূমিকায় দেবকে। আর সেই মিষ্টি ভিডিওতেই মজেছে নেটপাড়া।
শাড়ি পরেই ব্যাট, বল হাতে ক্রিজে নেমে পড়েছেন রুক্মিণী মৈত্র। আবার নিজের ক্রিকেট খেলার সেই মুহূর্তকে RPL বলেও রসিকতা করলেন অভিনেত্রী। যে নামের মানে ‘রুক্মিণী প্রিমিয়ার লিগ’। এটা নাকি তার দ্বিতীয় সিজন। আর রুক্মিণীর সেই মজার ভিডিওই বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। সম্প্রতি রাজ্য সরকারের তরফে ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছেন রুক্মিণী মৈত্র। আবার তার দিন কয়েক আগে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে নজর কেড়েছেন তিনি। এবার নিজের ক্রিকেট খেলার ভিডিও শেয়ার করে অনুরাগীদের প্রশংসা কুড়োলেন তিনি।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.