Advertisement
Advertisement

Breaking News

The Diary Of West Bengal

‘শুধু পাশে দাঁড়িয়ে ছবি তুলে গুরুত্ব বাড়িও না’, ঋত্বিক চক্রবর্তীর নিশানায় কে?

কার উদ্দেশে পোস্ট অভিনেতার?

Ritwick Chakraborty's post goes viral amid The Diary Of West Bengal release row

ছবি: ফেসবুক

Published by: Sandipta Bhanja
  • Posted:August 31, 2024 5:33 pm
  • Updated:August 31, 2024 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই আর জি কর নিয়ে উত্তাল পরিস্থিতি, উপরন্তু ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমায় বাংলার নামে ভিত্তিহীন কুৎসা রটনার অভিযোগে শোরগোল সোশাল মিডিয়ায়। ‘কেন টলিউড তারকাদের মুখে কুলুপ?’, শুক্রবারই এক্স হ্যান্ডেলে পোস্ট করে একযোগে সকলকে বিঁধেছিলেন কুণাল ঘোষ। এমনকী শাসকদল ঘনিষ্ঠ তারকাদেরও এই ইস্যুতে ‘মৌনব্রত’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেতা। সেই প্রেক্ষিতে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন-সহ আরও অনেকেই নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। এবার ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty) পোস্টেও সেরকমই উল্লেখ।

কারও নামোল্লেখ না করেই ঋত্বিক ফেসবুক পোস্টে লিখেছেন, “শুধু পাশে দাঁড়িয়ে ছবি তুলে গুরুত্ব বাড়িও না দরকারে চটিজুতা মাথায় তুলে পাহারা দাও বন্ধু।” নেটিজেনদের একাংশ সেই পোস্ট নিয়ে অভিনেতার ‘বিবেক জাগরণের’ কথাও বললেন কমেন্ট বক্সে। কেউ বা আবার সরাসরি তৃণমূল নেতার পোস্টের উল্লেখও করলেন। কুণাল ঘোষ তাঁর টুইটে (এক্স হ্যান্ডেল) লিখেছিলেন, “আফসোস লাগে। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে। অথচ টলিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমার কথা তাঁরা ভাবেন না।” ঋত্বিকের নিশানা কি সেদিকেই?

Advertisement

নেটপাড়ার একাংশ সায় দিয়ে বলছে, সুকুমার রায়ের কবিতার আদলে ব্যঙ্গত্মক ওই পোস্টে কুণালকেই বিঁধেছেন অভিনেতা। আবার কারও মন্তব্য, অভিনেতা আদতে সিনে ইন্ডাস্ট্রির বন্ধুদেরই ‘সজাগ’ করতে চেয়েছেন। প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের পর থেকে ঋত্বিক চক্রবর্তীর সোশাল মিডিয়ায় চোখ রাখলেই প্রতিবাদী পোস্টের ভিড় দেখা যায়। যে কোনও ইস্যুতে রাজ্য হোক বা কেন্দ্রীয় সরকার, কারোর সমালোচনা করতেই পিছপা হন না ঋত্বিক চক্রবর্তী। এদিকে ঋত্বিকের ‘ধর্মযুদ্ধ’ সহ-অভিনেতা তথা তারকা বিধায়ক সোহম চক্রবর্তী কুণাল ঘোষকে সায় দিয়েই ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary Of West Bengal) ছবিটির বিরোধিতা করে বলেছেন, “ওই হিন্দি ছবি বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা ছাড়া কিছুই নয়।”

[আরও পড়ুন: ‘প্রোপাগান্ডা ছবিতে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা’, কুণালের মন্তব্যে সায় জানিয়ে সরব সোহম]

২০২৩ সালের মে মাসে মুক্তি পেয়েছিল পরিচালক সানোজ মিশ্রর ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির ট্রেলার। ঝলক মুক্তি পেতেই গোটা বাংলায় বিতর্ক ছড়িয়েছিল। এমনকী, সেই সময় রাজ্যের পুলিশ পরিচালককে বাংলার সম্মানকে ক্ষুন্ন করার অভিযোগে আইনি নোটিসও পাঠিয়েছিল। তবে শুক্রবার সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। যদিও বাংলায় কোনও শো নেই। রাজ্যের দর্শকমহলেও এই ছবি ঘিরে ততটা আগ্রহ নেই, তবুও সোশাল মিডিয়ায় সমালোচনা অন্তহীন!

[আরও পড়ুন: ‘আমিও নির্যাতিতা’, বলছে টলিউড, কীভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে হেনস্তা চলে? জানালেন ৭ অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement