Advertisement
Advertisement
Rituparna Sengupta

শুটিং হয়েও মুক্তি পাবে না যশ, নুসরত, ঋতুপর্ণার ‘শিকার’! খবর রটতেই মুখ খুললেন ছবির প্রযোজক

একফ্রেমে এই তিন তারকাকে দেখতে আলাদা আগ্রহ ছিলই দর্শকদের মধ্যে।

Rituparna Sengupta yash Dasgupta Nusrat Jahan Movie Shikari Shooting Update
Published by: Akash Misra
  • Posted:September 25, 2024 7:02 pm
  • Updated:September 25, 2024 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ফ্রেমে যশ-নুসরত ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির নাম ‘শিকার’। ছবির পরিচালক দেবরাজ সিং। গত বছর ছবি ঘোষণা হওয়ার পর থেকেই এই ছবি ঘিরে উৎসাহ ছিল। এমনকী, জমিয়ে শুটিংও শুরু করে দিয়েছিলেন কলাকুশলীরা। তবে টলিপাড়ায় নতুন গুঞ্জন, ছবি শুটিং হয়েও নাকি মুক্তি পাবে না! শোনা যাচ্ছে, ছবির যেটুকু শুটিং হয়েছে, তা দেখে নাকি একেবারেই খুশি নন অভিনেতারা। এমনকী, শোনা যাচ্ছে, ছবিটি পুনরায় শুটিং করার প্রস্তাব এসেছে। কিন্তু বিগ বাজেটের ছবি কি ফের শুটিং করা সম্ভব? তাহলে কি মুক্তিই পাবে না এই ছবি?

টলিপাড়ার অন্দরে এমন খবর রটতেই মুখ খুললেন ছবির প্রযোজক মুকেশ পাণ্ডা। সংবাদমাধ্যমে মুকেশ জানিয়েছেন, ”আমাদের নামে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ছবির শুটিং শেষ। শুধু গানের শুটিং বাকি রয়েছে। তাই নতুন করে শুটিংয়ের কোনও প্রশ্নই নেই। সামনে পুজো। তাই সময় নিচ্ছি। আগামী নভেম্বর মাসে আমরা আবার ছবির শুটিং শেষ করব।”

Advertisement

আগেই খবরে ছিল শিকার ছবি একেবারেই থ্রিলার। যার নেপথ্যে থাকবে জঙ্গল। ছবিটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা। এই ছবি যে একেবারেই সাসপেন্স মোড়া হতে চলেছে, তা কিন্তু ছবির নামেই বোঝা যাচ্ছে। এমনকী, ছবি ঘোষণার সময় নুসরত, যশ ও ঋতুপর্ণা একটি ভিডিও শেয়ার করেছিলেন। ‘সেন্টিমেন্টাল’-এর পর যশ-নুসরতের পরবর্তী ছবি ‘শিকার’। অন্যদিকে, একফ্রেমে এই তিন তারকাকে দেখতে আলাদা আগ্রহ ছিলই দর্শকদের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement