Advertisement
Advertisement
Dabaru Movie Poster

সাদা-কালোর যুদ্ধে বুদ্ধির খেলা, ‘দাবাড়ু’র পোস্টারে লড়াইয়ের বার্তা ঋতুপর্ণা-চিরঞ্জিৎদের

গরমের ছুটিতেই মুক্তি পাচ্ছে নন্দিতা-শিবপ্রসাদ জুটির উইন্ডোজ প্রোডাকশনের নতুন এই ছবি।

Rituparna Sengupta, Chiranjeet Chakraborty, Dipankar De and Samadarshi Sarkar in Dabaru Movie Poster
Published by: Suparna Majumder
  • Posted:April 10, 2024 2:53 pm
  • Updated:April 10, 2024 3:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চৌষট্টিটা খোপই যুদ্ধক্ষেত্র। তাতে সাদা-কালোর তীব্র লড়াই। হাতিশালে হাতি আছে। ঘোড়াশালে ঘোড়া। আবার নৌকা-গজের আলাদা খেলা। সবার উপরে রাজা-রানির লড়াই। মগজাস্ত্রের জোরেই হবে কিস্তিমাত। ‘দাবাড়ু’র এই গল্প এবার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির উইন্ডোজের প্রযোজনায় বড়পর্দায় তুলে ধরছেন পরিচালক পথিকৃৎ বসু। তাঁর সৌজন্যেই বহুদিন পর এক ফ্রেমে দেখা যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিরঞ্জিৎ চক্রবর্তীকে।

Dabaru-Team

Advertisement

‘উইন্ডোজ’-এর ছবি মানেই বিষয়ভাবনায় অভিনবত্ব। ‘বেলাশুরু’, ‘হামি ২’ থেকে ‘ফাটাফাটি’, ‘রক্তবীজ’, সবেতেই একশোয় একশো। এবার ‘দাবাড়ু’র (Dabaru Movie) পালা। বাংলার গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনের অনুপ্রেরণায় গল্প সাজিয়েছেন পথিকৃৎ। অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, দীপঙ্কর দে, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসুর মতো অভিনেতা।

[আরও পড়ুন: সিনেমা হল পাচ্ছে না ‘মির্জা’? নেটপাড়ার ‘হল্লা’ নিয়ে সাফ কথা অঙ্কুশের]

প্রসঙ্গত, উইন্ডোজের সঙ্গে পথিকৃতের প্রথম কাজ ‘মুক্তধারা’-র অবজারভার হিসাবে। তারপর যদিও এই হাউসের সঙ্গে তাঁর আর কাজ করা হয়নি। এই প্রথম পথিকৃৎ পরিচালক হিসাবে মেগাহিট হাউসের সঙ্গে যুক্ত। দাবা খেলাকে কেন্দ্র করে তৈরি এই গল্প নিয়ে নাকি নন্দিতা-শিবপ্রসাদ জুটির বহুদিন ধরেই কাজ করার ইচ্ছে ছিল। এদিকে পথিকৃৎও চাইছিলেন প্রযোজক জুটির সঙ্গে ভালো কাজ করতে। ব্যস দুইয়ে দুইয়ে চার। গবেষণা করেই ‘দাবাড়ু’ তৈরির কাজে ব্রতী হয়েছে পথিকৃৎ। ছবিতে সূর্যশেখরের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন খুদে সমদর্শী সরকার। কিশোর সূর্যর চরিত্রে অর্ঘ্য বসু রায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

‘দাবাড়ু’র সৌজন্যেই কুড়ি বছর পরে ‘উইন্ডোজ’-এর সঙ্গে কাজ করলেন চিরঞ্জিৎ। আর বহুদিন পর তাঁকে দেখা গেল টলি ক্যুইন ঋতুপর্ণার সঙ্গে। শোনা গিয়েছে, ‘দাবাড়ু’র মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা। দাদুর চরিত্রে দেখা যাবে দীপঙ্করকে। অত‌্যন্ত ইন্টারেস্টিং চরিত্রে পাওয়া যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে। শিশুর দাবা কোচের ভূমিকায় পাওয়া রয়েছেন কৌশিক সেন। ছবি মুক্তি পাবে গরমের ছুটির মাঝে। তারিখ ১০ মে।

[আরও পড়ুন: ‘ভুলভুলাইয়া ৩’র শুটিংয়ের ফাঁকেই ফ্লুরিজে কার্তিকের পেটপুজো, কী কী খেল ‘রুহ বাবা’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement