Advertisement
Advertisement

Breaking News

Ritabhari Chakraborty

খ্রিস্টান কনের সাজে ঋতাভরী! বিয়ে? নায়িকার ছবিতে তোলপাড় নেটপাড়া

একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।

Ritabhari Chakraborty in Bridal Dress, Shared Pictures
Published by: Suparna Majumder
  • Posted:July 10, 2024 3:18 pm
  • Updated:July 10, 2024 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে এখন যাবতীয় চর্চা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে। এদিকে টলিপাড়ায় সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ের জল্পনা তুঙ্গে। এমন সময় কনের সাজে ছবি পোস্ট করেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। তাতেই তোলপাড় সোশাল মিডিয়া। প্রশ্ন একটাই, বিয়ে করছেন নাকি?

Ritabhari-Chakraborty-1
ছবি: ইনস্টাগ্রাম

খ্রিস্টান কনের সাজে একাধিক ছবি পোস্ট করেছেন ঋতাভরী। সাদা গাউনে সেজেছেন অভিনেত্রী। মাথায় উজ্জ্বল মুকুট। নেটের ওড়না দিয়ে ঢাকা নায়িকার সাজ। মিষ্টি হাসি হেসে তিনি পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। এমন হাসি অনেক পুরুষের মনই গলিয়ে দিতে পারে। অভিনেত্রীর হাতে ফুলের তোড়াও রয়েছে। আর এত কিছু দেখেই উঠে আসছে বিয়ের প্রসঙ্গ। তবে ছবির ক্যাপশনে এই পোস্ট নিয়ে কোনও শব্দ খরচ করেননি ঋতাভরী। তার বদলে দিয়েছেন কনের ইমোজি।

Advertisement

[আরও পড়ুন: ‘ও হাসলেই মন গলে যায়’, স্বস্তিকায় মুগ্ধ শ্রাবন্তী, জড়িয়ে ধরে পোস্ট করলেন ছবি]

অবশ্য বিয়ের জল্পনা যতই থাক, এ ছবি হয়তো ঋতাভরীর কোনও ফটোশুটের। কারণ জুলাই মাসের শুরুতেই অভিনেত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর শোনা গিয়েছিল। জল্পনা, গত এক মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন ঋতাভরী। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’ সিনেমার শুটিং করার সময়ও একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি। মাথা ঘোরা, বমির মতো উপসর্গ ছিল। নিজের অসুস্থতার জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন ঋতাভরী। অভিনেত্রীকে দেখার পর শারীরিক পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসক। পরীক্ষার রিপোর্ট আসার পর জানা যায় অভিনেত্রীর পিত্তথলিতে পাথর রয়েছে। চিকিৎসকের পরামর্শ মতোই হাসপাতালে ভর্তি হন ঋতাভরী। তাঁর অস্ত্রোপচারও হয়।

সূত্রের খবর মানলে, অভিনেত্রীর অস্ত্রোপচার ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আপাতত কয়েকটা দিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। যদিও অভিনেত্রী নিজে এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। তবে এর আগেও একবার গুরুতর অসুস্থ হয়েছিলেন ঋতাভরী। ফিসচুলার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। প্রায় সাত মাস কষ্ট পেয়েছেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, এখনই অস্ত্রোপচার করা না হলে সমস্যা আরও বেড়ে যাবে। সেই পরমর্শ মেনেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি হন ঋতাভরী। তখনও তাঁর অস্ত্রোপচার হয়েছিল।

[আরও পড়ুন: অমিতাভ-নাসিরউদ্দিনের সঙ্গে কাজ, ‘মির্জাপুর’ মাতালেন বাঙালি কন্যা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement