Advertisement
Advertisement

Breaking News

Ritabhari Chakraborty meets Mamata Banerjee

নবান্নে মুখ্যমন্ত্রী-ঋতাভরী সাক্ষাৎ, কারণ ঘিরে জল্পনা

ঋতাভরীর নবান্নে পা দেওয়া পর থেকেই গোটা টলিপাড়া জুড়ে নানা গুঞ্জন।

Ritabhari Chakraborty at Nabanna to meet CM Mamata Banerjee
Published by: Akash Misra
  • Posted:September 10, 2024 6:40 pm
  • Updated:September 10, 2024 8:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। ঋতাভরীর নবান্নে পা দেওয়া পর থেকেই গোটা টলিপাড়া জুড়ে গুঞ্জন। হঠাৎ কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অভিনেত্রী? সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, টলিউড ইন্ডাস্ট্রির যৌন হেনস্তার ঘটনা নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলেন নাকি তিনি। এমনিতেই অরিন্দম শীলের উপর ওঠা যৌন হেনস্তার ঘটনা নিয়ে তোলপাড় টলিপাড়ায়। তার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে হঠাৎ আলোচনায় কেন ঋতাভরী? টলিপাড়ার অন্দরে উঠেছে নানা প্রশ্ন। 

সূত্র বলছে, মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির হেমা কমিশনের আদলে এ রাজ্যেও নারী সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ কমিটি তৈরিতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের আরও জানিয়েছে, ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় ঋতাভরী নিজের অভিজ্ঞতার ভিত্তিতে টলিপাড়ার দুই প্রথম সারির প্রযোজকের বিরুদ্ধেও নাকি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করতে পারেন।

Advertisement

[আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগে আরও বিপাকে অরিন্দম শীল! এবার থানায় দায়ের অভিযোগ]

ফিল্ম ইন্ডাস্ট্রির যৌন হেনস্তা নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন ঋতাভরী। সোশাল মিডিয়ায় স্পষ্ট তিনি জানিয়ে ছিলেন, “হেমা কমিশনের রিপোর্ট মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার ঘটনাগুলোর পর্দা ফাঁস করে দিয়েছে। এই ঘটনা আমাকে ভাবতে বাধ্য করেছে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন কোনও পদক্ষেপ কেন নেওয়া হয় না? একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে। আমার সঙ্গে আমার চেনা পরিচিতর সঙ্গেও এমনটা হয়েছে। নোংরা মন ও ব্যবহার নিয়ে নায়ক/প্রযোজক/পরিচালক দিনের পর দিন কাজ করে চলেছে। কোনও সমস্যাও হচ্ছে না। আবার আর জি করের নির্যাতিতার বিচার চেয়ে তাঁদের মোমবাতি হাতেও দেখা যাচ্ছে।”

নিজের পোস্টের শেষের দিকে মুখ্যমন্ত্রীকে ট্যাগও করেন ঋতাভরী। তিনি লেখেন, “এই সমস্ত নোংরা মানসিকতার মানুষদের মুখোশ টেনে খুলুন। আমি আমার সহ-অভিনেত্রীদের কাছে আবেদন করছি, এই শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জানি আপনারা হয়তো ভালো চরিত্র হারানোর বা ইন্ডাস্ট্রিতে কোনওদিন কাজ না পাওয়ার ভয় পাচ্ছেন। কিন্তু আর কতদিন আমাদের চুপ থাকা উচিত? যে সমস্ত তরুণ অভিনেত্রীরা চোখে স্বপ্ন নিয়ে এই কাজে আসেন তাঁদের প্রতি কি আমাদের কোনও দায়িত্ব নেই। এই জায়গাটাকে কি তাঁরা সুগার কোটেড ব্রথেল (যৌনপল্লি) ভাববে! মমতা বন্দ্যোপাধ্যায় (দিদি) আমরা এই ধরনের (হেমা কমিটির মতো) তদন্ত চাই, অভিযোগ আর পরিবর্তনের জন্য।”

[আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর পরও শো করেছি, কিন্তু…’, অশান্ত সময়ে গান গাওয়া নিয়ে ট্রোলের জবাবে শিলাজিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement