Advertisement
Advertisement
Rishi Kapoor

মৃত্যুর আগে কী ছিল ঋষি কাপুরের শেষ দুই ইচ্ছে? জানালেন কন্যা ঋদ্ধিমা

২০২০ সালের ৩০ এপ্রিল শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউড তারকা।

Riddhima Kapoor reveals Rishi Kapoor's last two wishes
Published by: Biswadip Dey
  • Posted:November 24, 2024 11:23 am
  • Updated:November 24, 2024 11:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে চার বছর পেরিয়ে গিয়েছে। ঋষি কাপুরের মৃত্যুর শোক এখনও বিষণ্ণ করে তাঁর পরিবারকে। প্রয়াত অভিনেতার মেয়ে ঋদ্ধিমা কাপুর সম্প্রতি মুখ খুলেছেন বাবার শেষ দুই ইচ্ছা নিয়ে।

কী সেই শেষ ইচ্ছেগুলি? এক বিনোদন ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ঋষি তনয়া জানিয়েছেন, ”ওঁর শেষ দুটো ইচ্ছে ছিল রণবীরের বিয়ে এবং বাড়িটাকে সম্পূর্ণ করা। আজ বাড়িটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। রণবীরের বিয়েও হয়েছে। এটা আমাদের জন্য খুবই আবেগপূর্ণ একটা বিষয়। আমার খুব মনে হয় বাবা যদি এখন থাকত! কিন্তু ঈশ্বরের হয়তো অন্য পরিকল্পনা ছিল।”

Advertisement

ভাই রণবীরের বিয়ে প্রসঙ্গেও এদিন কথা বলেছেন ঋদ্ধিমা। জানিয়েছেন, তাঁর বিয়ে হয়েছিল বিরাট আড়ম্বরে। কিন্তু রণবীরের বিয়ে জমকালো ভাবে হয়নি। বরং একেবারে ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে চারহাত এক হয় আলিয়া-রণবীরের। তাঁর কথায়, ”আমার বিয়েটা সত্যিই বিপুল জাঁকজমক করে হয়েছিল। বাবা চেয়েছিলেন বড়সড় করে বিয়েটা আয়োজন করতে। আর সেটাই তিনি করেছিলেন। তাই রণবীর ওর বিয়ের সময় বলল, পরিবারে একটা তো বড় বিয়ে হয়েছেই। তাহলে এবার…” রণবীর ও আলিয়া দুজনেই যে খুব সাধারণ মানুষ সেকথা উল্লেখ করে ঋদ্ধিমা জানিয়েছেন, ”ওরা দুজনেই চেয়েছিল ছিমছাম ভাবে বিয়েটা সারতে।”

ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেটেই রণবীর ও আলিয়ার প্রেম শুরু হয়। ২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেন তাঁরা। বিয়ের আড়াই মাসের মাথাতেই সোশ্যাল মিডিয়ায় আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। ৬ নভেম্বর মুম্বইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভূমিষ্ঠ হয় তাঁদের কন্যা। উল্লেখ্য, এই হাসপাতালেই জীবনের শেষ ক’টা দিন কাটিয়েছেন ঋষি কাপুর। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর বেশ কিছুদিন বিদেশে চিকিৎসার জন্য ছিলেন ঋষি। দেশে ফেরার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই ২০২০ সালের ৩০ এপ্রিল শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান বলিউড তারকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement