Advertisement
Advertisement
Vinesh Phogat

‘১০০ গ্রাম বুকের পাটায় কাবু ভীতুরা!’, ভিনেশের পাশে ঋদ্ধি, ‘সবজান্তা পাঁঠা’ বলে কাকে কটাক্ষ ঋত্বিকের?

অলিম্পিক থেকে ভিনেশ ফোগাটের বাদ পড়া নিয়ে কী বলছেন ঋদ্ধি, ঋত্বিকরা?

Riddhi Sen, Ritwick Chakraborty's post on Vinesh Phogat's olympics disqualification
Published by: Sandipta Bhanja
  • Posted:August 8, 2024 8:56 pm
  • Updated:August 8, 2024 8:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ গ্রাম ওজনই কাল হল! প্যারিস অলিম্পিক থেকে ‘বিতর্কিতভাবে’ বাদ পড়লেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে বিনোদুনিয়া এমনকী সোশাল পাড়াতেও চর্চা নিরন্তর! ভিনেশ ফোগাটের বাদ পড়ার নেপথ্যে গভীর ‘ষড়যন্ত্র’ দেখছে মোদি বিরোধী শিবিরগুলো। সেই আবহেই কুস্তিগির ভিনেশের পাশে দাঁড়িয়ে বিশেষ বার্তা ঋদ্ধি সেনের।

সোশাল মিডিয়ায় ভিনেশ ফোগাটের উদ্দেশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা লিখেছেন, “১০০ গ্রাম সাহসের ওজন কিছু ভিতুদের কাছে ভারী ঠেকল! তোমার সম্মানের সবচেয়ে বড় পদক হল তুমি কীভাবে দেশের যা পচন ধরা জিনিসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে। সাহসের সামনে সোনার ওজন কমে যায়। দুর্দমনীয় বিজয়ের পরেও বেশিরভাগ মানুষের কাছে যার অভাব থাকে। পদকে মরচে ধরে। পদকগুলো একদিন শুধু ধাতুতে পরিণত হয়। কিন্তু তোমার মেরুদণ্ড অন্য কোনও ধাতু দিয়েই তৈরি, এমন কিছু, যা নোয়াতে জানে না। বা সময়ের সাথে যাতে মরচে পড়ে না। তোমার জন্য গর্বিত । তোমাকে কুস্তি চালিয়ে যেতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে যারা তোমার সাহসের ওজন মাপতে ভয় পাচ্ছে!”

Advertisement

[আরও পড়ুন: মৃণাল-বুদ্ধর শেষ সাক্ষাৎ, ড্রয়িংরুমে দুই বামবন্ধুর আড্ডার ছবি দিয়ে শ্রদ্ধার্ঘ্য টিম ‘পদাতিক’-এর]

ভিনেশ ফোগাটের বাদ পড়ার নেপথ্যে গভীর ‘ষড়যন্ত্র’ দেখছে বিরোধী শিবির। বিরোধীরা মনে করছে, মাত্র একদিন আগে যাকে লড়তে দেওয়া হল, ২৪ ঘণ্টার মধ্যে তাঁর এভাবে বাদ পড়া কোনও সাধারণ ঘটনা হতে পারে না। এর নেপথ্যে সর্বোচ্চ স্তরের ষড়যন্ত্র থাকতে পারে। ঋদ্ধি সেনও কি নাম না করেই মোদি সরকারকে বিঁধলেন? গভীরে ভাবলে দুয়ে দুয়ে চার করা যায়। রাজপথে যখন ভিনেশ ফোগাটরা আন্দোলনে নেমেছিলেন তখন তাঁদের দেশদ্রোহী বলে দাগিয়ে দেয় কিছু গেরুয়াপন্থী মনোভাবাপন্ন মানুষ। তাঁদের দিকেই কি নিশানা করলেন ঋদ্ধি? এদিকে ঋত্বিক চক্রবর্তী গত মে মাসে দিল্লির রাজপথে প্রতিবাদী কুস্তিগিরদের উপর হওয়া লাঞ্ছনার ছবি শেয়ার করে লিখলেন, “কিছু সবজান্তা পাঁঠা সেদিনও এদের দেশদ্রোহী বলে ‘ব্যা’ করেছিল।” ঋদ্ধি কিংবা ঋত্বিকের নিশানায় কে বা কারা? তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না।

[আরও পড়ুন: ‘বুদ্ধাবসানে’ মন ভারাক্রান্ত দেব-রূপার, ‘স্তম্ভকে হারালাম’, শোকাহত প্রসেনজিৎ-ঋতুপর্ণা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement