Advertisement
Advertisement

Breaking News

RG Kar Protest

পিয়ানোর সুরে প্রতিবাদ! মেয়ের ভিডিও শেয়ার করলেন সুদীপ্তা

আর জি কর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

RG Kar Protest: Sudipta Chakraborty shares daughter song video on Facebook
Published by: Akash Misra
  • Posted:September 12, 2024 4:29 pm
  • Updated:September 12, 2024 5:41 pm  

সংবাদ প্রতিবাদ ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এমনকী, এর প্রতিবাদে (RG Kar Protest) সরকারের দেওয়া পুরস্কারও ফিরিয়েছেন তিনি। আর জি কর কাণ্ডের একমাস কেটে গেলেও, এখনও সুবিচারের দিকে তাকিয়ে সুদীপ্তা। তবে অভিনেত্রী একা নন, এবার সেই প্রতিবাদে সুর মেলালেন তাঁর মেয়ে। কালো পোশাক, মাথায় কালো কাপড় বেঁধে, প্রতিবাদী সুরে গলা মেলালেন সুদীপ্তাকন্যা।

সেই ভিডিও শেয়ার করে সুদীপ্তা লিখলেন, ”গান– নিজেরা তুলেছে। বাজনা — নিজে শিখেছে (গুগল থেকে নোটেশন নামিয়ে)। জামা — নিজেরা বেছেছে। সাজ — নিজেরা সেজেছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গে বহুরূপীরা বিলুপ্তপ্রায়, লোকশিল্পীরা আজ পথের ভিখারি’, আক্ষেপ শিবপ্রসাদের]

নাগরিকদের মহামিছিলে যোগ দিয়েছিলেন সুদীপ্তা। সেখান থেকেই ঘুণ ধরা সিস্টেমের উদ্দেশে প্রশ্ন ছোঁড়েন অভিনেত্রী। একজন নারী হিসেবে, মা হিসেবে প্রথম থেকেই আর জি করের নারকীয় ঘটনায় সরব তিনি। তিলোত্তমার ন্যায়বিচায় চেয়ে দফায় দফায় রাস্তায় নেমেছেন সুদীপ্তা। এবার কাঞ্চন যখন আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিবাদী কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুললেন, তখন আর বন্ধুর উদ্দেশে চাঁচাছোলা পোস্ট করে তাঁকে ‘ত্যাজ্য’ করলেন সুদীপ্তা চক্রবর্তী। বন্ধু কাঞ্চন মল্লিককে ‘মাননীয় বিধায়ক’ সম্বোধন করে অভিনেত্রীর মন্তব্য, “কর্মবিরতি তে থাকা ডাক্তাররা সরকারী চাকরি করেন বলে তাঁদের কর্মস্থলে দিনের পর দিন ধরে ঘটে যাওয়া সরকারের অন্যায় কাজ নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে পারবেন না? সরকারি পদক্ষেপ নিয়ে হতাশা বা উষ্মা প্রকাশ করতে গেলে একজন সরকারি চাকুরিজীবীর মাইনে নেওয়া যাবে না? বিচারের দাবিতে মিছিলে গিয়েছেন বলে তাঁদের পুজোর আগে প্রাপ্য বোনাস নিয়ে খিল্লি করে বলবেন- বোনাস যে হয়, সেটা নেবেন তো, না নেবেন না?” ‘চাকরি’ শব্দ টা তো আপনি আক্ষরিক অর্থেই নিয়ে নিয়েছেন মশাই! সরকারি হাসপাতালের সরকারি কর্মচারী নৃশংসভাবে ধর্ষিত ও খুন হয়ে যাওয়া তিলোত্তমার মা বাবা কে ‘মেয়ে আত্মহত্যা করেছে’ বলল কেন- এই প্রশ্ন করার আগে সরকারের দেওয়া পুরস্কার ফেরত দিয়ে দিতে হবে? না, মানে, বিবেকের তাড়নায় কেউ ফেরত দিতেই পারেন। কিন্তু সেটাই আগাম শর্তাবলী নাকি? দেওয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলিয়ে রেখে এই নির্লজ্জ কমেডি করার আগে একবারও ভাবলেন না? আপনার কমেডি অভিনয়ই কিন্তু মানুষের মনে একদিন আপনার পাকাপাকি স্থান দিয়েছিল। আমিও তার ফ্যান। কিন্তু আজ যেটা করলেন, ওটা কমেডিও হয়নি, অভিনয়ও হয়নি। আপনার শুভ বুদ্ধির উদয় হোক শিগগিরই, এই কামনা করি।”

[আরও পড়ুন: ‘কতটা অসংবেদনশীল…’, মালাইকার বাবার মৃত্যুর পর কেন মেজাজ হারালেন বরুণ ধাওয়ান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement