Advertisement
Advertisement
RG Kar Protest

‘দেশের ন্যক্কারজনক ঘটনায় কেন্দ্রের পুরস্কার ফেরাবেন তো?’, শিল্পীদের প্রশ্ন ব্রাত্য বসুর

ব্রাত্য বসু নিজেও একজন বিশিষ্ট নাট্যশিল্পী এবং অভিনেতা। আর জি কর ঘটনার প্রতিবাদে শিল্পীমহলের সদস্যরা যেভাবে রাজ্য সরকারের তরফে দেওয়া পুরস্কার ফেরত দেওয়া শুরু করেছেন, তাতে ক্ষুব্ধ ব্রাত্য। শিল্পীমহলের পুরস্কার ফেরত নিয়ে কী বলছেন শিক্ষামন্ত্রী তথা বিশিষ্ট নাট্যশিল্পী?

RG Kar Protest: Bratya Basu slams artists those who returned award
Published by: Sandipta Bhanja
  • Posted:September 5, 2024 3:02 pm
  • Updated:September 5, 2024 4:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর হাসপাতালের ঘটনায় প্রথমদিন থেকেই সরব রাজ্যের শিল্পীমহল। সম্প্রতি নাট্যব্যক্তিত্ব এবং শিল্পীরা প্রতিবাদস্বরূপ রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। সেই তালিকায় যেমন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা চন্দন সেন রয়েছেন, তেমনই শিল্পী সনাতন দিন্দা রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছেড়েছেন। এবার সেই প্রেক্ষিতেই শিল্পীদের এহেন সিদ্ধান্তকে বিঁধে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রশ্ন, “দেশের ন্যক্কারজনক ঘটনায় কেন্দ্রের পুরস্কার ফেরাবেন তো?”

ব্রাত্য বসু (Bratya Basu) নিজেও একজন বিশিষ্ট নাট্যশিল্পী এবং অভিনেতা। আর জি কর ঘটনার প্রতিবাদে (RG Kar Protest) শিল্পীমহলের সদস্যরা যেভাবে রাজ্য সরকারের তরফে দেওয়া পুরস্কার ফেরত দেওয়া শুরু করেছেন, তাতে ক্ষুব্ধ ব্রাত্য। পুরস্কার ফেরানো নিয়ে তাঁর মন্তব্য, “কেন্দ্রীয় স্তরে যদি এমন কোনও ঘটনা ঘটে, তাঁদের কাছে কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকলে, ফেরত দেবেন তো?” পাশাপাশি নাট্যশিল্পীর সংযোজন, “প্রত্যাখ্যান করা ব্যক্তিগত বিষয়। থিয়েটারের যিনি করেছেন, স্বাগত জানাই তাঁর সিদ্ধান্তকে। আমাদের নাট্য অ্যাকাডেমির পক্ষ থেকে এটুকু বলতে পারি যে, উনি বামফ্রন্টের হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তাঁর ক্ষেত্রে কোনও বাছবিচার করেনি পুরস্কার দেওয়ার সময়ে। রাজনৈতিক পরিচয়ের নিরিখে তাঁর শৈল্পিক কৃতিত্ব বিচার করেনি। গণতান্ত্রিক অধিকার আছে তাঁর। তিনি নিশ্চয়ই ফেরাতে পারেন। আমরা বলতে পারি যে, আমরা তাঁর ক্ষেত্রে রাজনৈতিক বিচার করিনি।”

Advertisement

[আরও পড়ুন: আর জি কর কাণ্ডের প্রতিবাদ, রাজ্য চরুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন সনাতন দিন্দা]

ব্রাত্য বসুর সংযোজন, “সকলের অধিকার আছে। তাঁদের উদ্দেশে কোনও তির্যক, নিন্দাসূচক মন্তব্য করতে চাই না। শুধু বলব, তাঁরা তাঁদের কাজ করেছেন। আশা রাখি, কেন্দ্রীয় স্তরে যদি এমন ন্যক্কারজনক ঘটনা ঘটে এবং তাঁদের কাছে যদি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার থেকে থাকে, সেগুলিও ফেরত দেবেন তাঁরা।”

[আরও পড়ুন: পলিগ্রাফে দশ প্রশ্ন, লাই ডিটেক্টরের সামনেও সিবিআইকে বিভ্রান্ত করার চেষ্টা সঞ্জয়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement