সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর (RG Kar Incident) ঘটনায় দিকে দিকে প্রতিবাদ। স্বাধীনতা দিবসের ঠিক আগেই মেয়েদের ‘রাত দখল’ অভিযান। টলিউডের তারকারাও প্রতিবাদে সোচ্চার। এবারে তীব্র প্রতিক্রিয়া আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee)। সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অভিনেতা। নিজের বক্তব্যের মাধ্যমে বুঝিয়েছেন সাধারণ মানুষের শক্তি।
নিজের বার্তায় আবির লিখেছেন, “নির্যাতিতার পরিবারের জন্য স্বান্তনার কোনও ভাষাই কখনও পর্যাপ্ত হবে না। যা হয়েছিল, যা হচ্ছে তা ভয়ংকর, মেনে নেওয়া যায় না বলা যেতে পারে। বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের এই প্রতিবাদের কণ্ঠ এই সময় অত্যন্ত প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব বিচার হওয়া দরকার।”
এর পরই সাধারণ মানুষের প্রসঙ্গ তোলেন অভিনেতা। তাঁর বক্তব্য, “যে প্রশ্নগুলো তোলা হয়েছে তা যেন ভুল দিকে পরিচালিত না হয়। এই রাগ, এই ক্ষোভ যেন হারিয়ে না যায়। সাধারণ মানুষের শক্তিকে কখনও অবহেলা করা উচিত নয়। আর এটা এখন সবার বোঝা প্রয়োজন।”
View this post on Instagram
প্রসঙ্গত, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে একজোট টলিউড। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন অপর্ণা সেন, কৌশিক সেন, ঋদ্ধি সেনরা। প্রতিবাদ স্বরূপ দেবের ‘খাদান’ ও নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’ সিনেমার টিজার রিলিজ পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ‘কলকাতাবাসী হিসেবে আমি লজ্জিত’, ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মঙ্গলবার একথা বলেন অপর্ণা সেন। ঘটনার তদন্তের পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। বিচারের দাবিতে সরব হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, ইমন চক্রবর্তী, সোহিনী সেনগুপ্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.