Advertisement
Advertisement
RG Kar Doctor Death

RG Kar: ‘মেয়েটাকে দেখলেই নিজের সন্তানের মুখ মনে পড়ে’, লাইভে অঝোরে কাঁদলেন অনিন্দ্য

'প্রতিবাদের ভাষা রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে', অভিযোগ গায়কের।

RG Kar Doctor Death: Anindya Bose cries out in face book live
Published by: Sandipta Bhanja
  • Posted:August 19, 2024 9:58 am
  • Updated:August 19, 2024 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর (RG Kar Doctor Death) কাণ্ডের প্রতিবাদে গত ১৪ আগস্ট থেকে বিনিদ্র রজনী কাটাচ্ছে কলকাতা। তোলপাড় রাজ্য-রাজনীতি। নারীদের নিরাপত্তা নিয়ে আমজনতা থেকে শিল্পী, সকলেই পথে নেমেছেন বিচারের দাবিতে। রবিবার শহর তিলোত্তমা যখন ফুটবলপ্রেমী এবং টলিউড তারকাদের প্রতিবাদের সাক্ষী থাকল, তখন তাঁদের সঙ্গে শামিল না হতে পেরে ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন অনিন্দ্য বোস (Anindya Bose)।

রবিবার একরাশ মন খারাপ নিয়ে ফেসবুক লাইভে এসে ‘শহর’ ব্যান্ডের গায়ক বললেন, “আমি কোনও তারকা নই। আমি অতি সাধারণ মানুষ। কিন্তু এই ঘটনা দেখে আমি কী বলব? কীভাবে এটার ব্যাখ্যা করব? আমি জানি না। আমার কোনও ভাষা নেই। কোথায় বাস করছি আমরা?” এদিন শরীর খারাপ থাকায় যুবভারতীতে প্রতিবাদী মিছিলে যোগ দিতে পারেননি অনিন্দ্য়। সেই আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। তাঁর বিশ্বাস, “মানুষই পালটাতে পারে সব কিছু। সবটা।”

Advertisement

[আরও পড়ুন: RG Kar: ‘বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারাচ্ছি’, কড়া প্রতিক্রিয়া মিঠুনের]

আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনার কথা মনে করে ডুকরে ডুকরে কেঁদে ওঠেন অনিন্দ্য বোস। গায়কের মন্তব্য, “এই শহরটাকে আর চিনতে পারছি না। প্রতিবাদের ভাষাকে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব দেখে আমি একদম ভালো নেই। মেয়েটার মুখ দেখলেই নিজের সন্তানের মুখ মনে পড়ে। আমরা কোথায় আছি? আমার জন্ম তো এখানেই। এখান থেকেই চলে যাব। কিন্তু এই শহরটাকে চিনতে পারছি না।” কথাগুলো বলার সময় দু চোখ দিয়ে জল ছাপিয়ে আসে অনিন্দ্য বোসের। যে লাইভ দেখে মন ভারাক্রান্ত তাঁর অনুরাগীদেরও।

[আরও পড়ুন: RG Kar: ‘আপনাদের জন্যই…’, প্রতিবাদী মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিক, পুলিশদের বাহবা সুদীপ্তার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement