Advertisement
Advertisement
RG Kar Case

‘খোকা নিখোঁজ!’, RG Kar কাণ্ডে ‘মৌন’ অনির্বাণকে কটাক্ষ টলিউড প্রযোজকের

অনির্বাণ ভট্টাচার্যের 'মৌনব্রত' নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন অনেকেই।

RG Kar Case: Tollywood producer Rana Sarkar slams Anirban Bhattacharya for not speaking up on RG Kar doctor death
Published by: Sandipta Bhanja
  • Posted:August 19, 2024 10:43 am
  • Updated:August 19, 2024 1:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে (RG Kar Case) তারকাদের প্রতিবাদ নিয়ে নেটপাড়ার একাংশ নিত্যদিন কটাক্ষ করে যাচ্ছে, তখন নিন্দুক-সমালোচকদের কাঁচকলা দেখিয়ে রবিবার সিনেমাপাড়া আবারও কলকাতার রাজপথে নেমে বিচার চাইল। সেই প্রতিবাদী মিছিলে সমবেতস্বরে একটা ধ্বনি উচ্চারিত হয়েছিল- ‘সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আর জি কর’। টলিউডের প্রবীণ-নবীন প্রজন্ম একসঙ্গে পথে নেমে সব ‘অভয়া’র বিচার চাইল। তবে এমতাবস্থায় আর জি কর কাণ্ডে অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) তরফে কোনও প্রতিক্রিয়া না আসায় টলিউড প্রযোজক তাঁকে বিঁধে বসলেন।

ফেসবুকে অনির্বাণের ছবি শেয়ার করে তাঁর সিনেমার সংলাপেই তাঁকে কটাক্ষ করে বললেন, ‘খোকা নিঁখোজ’। যদিও রানা সরকারের এহেন ব্যাঙ্গাত্মক পোস্ট নিয়ে দ্বিমত দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। প্রযোজক যে ভঙ্গিতে পোস্টটি করেছেন, একাংশ তার বিরোধিতাও করেছেন। তবে সিংহভাগই রানা সরকারের সঙ্গে একমত। তাঁদের প্রশ্ন, ‘টলিউডের প্রথমসারির মুখরা যখন যে যাঁর নিজের মতো করে প্রতিবাদ করছেন এবং করেছেন, তখন অনির্বাণ ভট্টাচার্য কেন চুপ?’ অনুরাগীরাও আর্জি, জানিয়েছেন অভিনেতা যেন এই ঘটনা নিয়ে মুখ খোলেন। যদিও অভিনেতা পালটা কোনও প্রত্যুত্তর করেননি।

Advertisement

এদিকে টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, এই আর জি কর কাণ্ডের উত্তপ্ত আবহেই অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুজোর ছবি সম্ভবত বানচাল হতে চলেছে। কারণ হিসেবে, সিনেমার গল্পের সঙ্গে হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ, খুনের ঘটনার সাদৃশ্যের কথা বলছেন অনেকে। যদিও ছবিটি দক্ষিণী এক সিনেমার বাংলা সংস্করণ। আবার কারও মতে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বয়কট নিয়ে যে অচলায়তন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই জটের জেরেই শুটিং অনেকটা পিছিয়েছে। উপরন্তু, সামনেই পুজো। এত কম সময়ে শুটিং শেষ করে চূড়ান্ত এডিট করে ছবি দাঁড় করানো সম্ভব নয়। তবে অনির্বাণ ভট্টাচার্যের ‘মৌনব্রত’ নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন অনেকেই।

[আরও পড়ুন: RG Kar: ‘মেয়েটাকে দেখলেই নিজের সন্তানের মুখ মনে পড়ে’, লাইভে অঝোরে কাঁদলেন অনিন্দ্য]

প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি বাংলায়। তোলপাড় রাজ্য-রাজনীতি। নারীদের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধী শিবিরগুলো। আমজনতা থেকে শিল্পী, সকলেই পথে নেমেছেন বিচারের দাবিতে। রাজ্যের গণ্ডি পেরিয়ে বাংলার আন্দোলনে শামিল হয়েছে বলিউডও।

[আরও পড়ুন: RG Kar: ‘বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারাচ্ছি’, কড়া প্রতিক্রিয়া মিঠুনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement