ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কিঞ্জল নন্দ। আর জি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে প্রথম দিন থেকেই পয়লা সারিতে দাঁড়িয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনিই। সেই ডাকে সাড়া দিয়ে গ্ল্যামারদুনিয়ার অনেকেই প্রতিবাদে পথে নেমেছিলেন বিচার চেয়ে। বর্তমানে সমাজের বিভিন্ন স্তরে বহুল চর্চিত নাম কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। পর্দার নায়ককে অনেকেই ‘বাস্তবের নায়ক’ বলে সম্বোধন করেন। তবে একটি মাত্র বিজ্ঞাপনের জেরেই এখন নেটপাড়ায় ক্রমাগত ধিক্কার কুড়োতে হচ্ছে চিকিৎসক-অভিনেতাকে।
সম্প্রতি এক স্টিল প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনী মুখ হিসেবে দেখা গিয়েছে কিঞ্জল নন্দকে। পরনে সবুজ শার্ট। হাতে ইস্পাতের রড। বিজ্ঞাপনের ট্যাগলাইন- দেশের পছন্দ, আমাদেরও পছন্দ। ব্যস, সেই বিজ্ঞাপন ভাইরাল হতেই আক্রমণের হাত থেকে রেহাই পাননি কিঞ্জল। বিতর্কের শিরোনামে ঠাওঁই পেয়েছেন আর জি কর আন্দোলনের প্রতিবাদী চিকিৎসক। নির্যাতিতা তরুণীর করুণ কাহিনীকে সামনে রেখে নিজেকে ‘ব্র্যান্ড’ হিসেবে তুলে ধরার প্রচেষ্টার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। কেউ বা আবার ‘মৌত কা সওদাগর’ বলে কটাক্ষ করেছেন। এবার সেই বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কিঞ্জল।
সোশাল মিডিয়ার লাগাতার ট্রোলের মুখে পড়ে কিঞ্জলের সাফ মন্তব্য, “অভিনয় বা মডেলিং করছি মানে এটা নয়, মূল আন্দোলন থেকে সরে এসেছি।” এক সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, “দরকার হলে আবারও প্রতিবাদে পথে নামব। আমাকে তখন সেখানেই দেখবেন সকলে। তাঁর দাবি, যে বিজ্ঞাপনের জেরে বিতর্কে জড়িয়েছেন, সেটি অনেক আগে শুট করা। এইসময়ে প্রকাশ্যে এনেছে সংস্থা।” স্বাভাবিকভাবেই একজন মডেল বা অভিনেতার চুক্তিতে বা এক্তিয়ারে এই বিষয়টি থাকে না যে, সংস্থার তরফে কখন, কোন বিজ্ঞাপন প্রকাশ্যে আনা হবে। কিঞ্জলের এও সংযোজন, “যাঁরা আক্রমণ করছেন, তাঁরা ভুলে গিয়েছেন আমি চিকিৎসকের পাশাপাশি একজন অভিনেতাও। সেইজন্যই আমাকে বিজ্ঞাপনের মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাঁদের যুক্তি যদি মেনে নিতে হয়, তাহলে কি অভিনয় করব না?” শেষপাতে অভিনেতা তথা চিকিৎসক এও জানালেন যে, সর্বক্ষণ একটি বিষয়ের মধ্যে নিজেকে ধরে রাখতে চান না তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.