Advertisement
Advertisement

Breaking News

Ranveer Deepika Anniversary

‘হাসি যেন না থামে…’ বিয়ের জন্মদিনে ফের দীপিকার প্রেমে ডুবলেন রণবীর

২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল।

Ranveer Singh shares Deepika Padukone's photos on Wedding anniversary
Published by: Akash Misra
  • Posted:November 14, 2024 1:19 pm
  • Updated:November 14, 2024 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাজীবন হাসিতেই আটকে চাই…হ্য়াঁ, ষষ্ঠ বিবাহবার্ষিকীতে (Ranveer Deepika Anniversary) স্ত্রী দীপিকাকে যেন এমনই বার্তা দিলেন রণবীর সিং। আর তাই তো দীপিকার একগুচ্ছ হাসির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে রণবীর লিখলেন, ”প্রত্যেক দিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবে আজকে প্রধান দিন, শুভ বিবাহবার্ষিকী দীপিকা, তোমাকে ভালোবাসি।” সঙ্গে ছবির আবহে রাখলেন ‘সাথিয়া’ ছবির ‘হাসতি রহে তু হাসতি রহে’ গানটি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

Advertisement

সদ্য মা-বাবা হয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সংসারে নতুন সদস্য আসায় আনন্দেই রয়েছেন দুজনে। কিন্তু জানা গেল, হঠাৎই পুরনো বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা ও রণবীর। সূত্রের খবর, সাগর রেশম আবাসনের ১৫ তলায় এই ফ্ল্যাট কিনেছেন। যাঁর দাম ১৭.৮ কোটি টাকা। সূত্রের খবর, ফ্ল্যাটের আয়তন ১৮৪৫ বর্গফুট। কয়েক বছর আগে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে আরও একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা-রণবীর। ফের আরেকটি বাড়ি। তবে খবর রয়েছে, রণবীরের মা অঞ্জু ভবনানির বাড়ির পাশেই এই নতুন ফ্ল্যাট কিনেছেন দীপিকা ও রণবীর।

ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাঁর রণবীরের সন্তান। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। গত ৮ সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে এল কন্যা সন্তান।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement