Advertisement
Advertisement
Deepika Padukone

মেয়ের মুখ দেখালেন রণবীর-দীপিকা, কার মতো দেখতে হল দুয়াকে?

৮ সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে এসেছে ছোট্ট দুয়া।

Ranveer Singh and Deepika Padukone introduce their daughter Dua to paparazzi
Published by: Akash Misra
  • Posted:December 24, 2024 8:03 pm
  • Updated:December 24, 2024 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের মুখ প্রকাশ্যে আনা নিয়ে ফিল্ম দুনিয়ার সেলেবরা সব সময়ই নিমরাজি। বিরাট-অনুষ্কা তো একেবারেই নারাজ তাঁদের দুই সন্তানের মুখ দেখাতে। অন্যদিকে, রণবীর-আলিয়া, নিজেই পাপারাজ্জিদের ডেকে, নিমন্ত্রণ করে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন রাহাকে। আর এবার সেই পথেই হাঁটলেন রণবীর সিং ও দীপিকা। তবে মেয়ে দুয়ার মুখ দেখালেন শুধুই পাপারাজ্জিদের কাছে। আর তাঁদের অনুরোধ করলেন মেয়ের ছবি যেন না তোলেন তাঁরা!

বিমান বন্দরে পা দিলেও, সেলেবদের ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। তাঁরা কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন সবই খবর থাকে ছবি শিকারিদের কাছে। সোশাল মিডিয়ার হাত ধরে অনুরাগীদের কাছে পৌঁছতে এই ছবি শিকারিদের গুরুত্ব কিন্তু হেলাফেলা করেন না সেলেবরা। আর তাই তো, মুম্বইয়ের জনপ্রিয় পাপারাজ্জিদের নিজের বাড়িতে ডেকে দুয়ার সঙ্গে আলাপ করালেন রণবীর ও দীপিকা।

Advertisement

কেমন দেখতে হল ছোট্ট দুয়াকে?

পাপারাজ্জিরা জানিয়েছেন, দীপিকার মেয়ে একেবারেই ছোট্ট দীপিকা। মায়ের মতোই তাঁর মুখের গড়ন। এমনকী, চোখ দুটিও একেবারে দীপিকার মতো।

ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাঁর রণবীরের সন্তান। ৮ সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। মেয়ে হওয়ার পর ক্যামেরার সামনে থেকে দূরেই ছিলেন তিনি। মেয়ে দুয়াকে ক্যামেরা থেকে দূরে রাখলেও, বেঙ্গালুরুতে দিলজিতের শোয়ের হাত ধরেই মা হওয়ার পর প্রথম ক্যামেরার সামনে এসেছিলেন রণবীর সিং ঘরনি দীপিকা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement