সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীরের পরনে কালো টি শার্ট আর প্যান্ট। সঙ্গে উইন্টার কোট। সেটিও কালো। মাথায় শীতকালের টুপি। আবার চোখে রোদচশমা। পাশে দীপিকার ফুল হাতা কো অর্ড সেটের রংও কালো। মুম্বই বিমানবন্দরে এই অবতারেই ধরা দিলেন রণবীর ও দীপিকা। তাঁদের ছবি ভাইরাল হওয়ামাত্র উৎসুক অনুরাগীদের নজর কেড়েছে। তবে এমন পোশাকের জন্য সমালোচনাও করছেন কেউ কেউ।
একে তো মুম্বইতে তীব্র গরম। তার মধ্যে এমন কালো পোশাক দেখে কেউ কেউ অবাক হয়ে গিয়েছেন। এক নেটিজেনের প্রশ্ন, “ব্যাঙ্ক ডাকাতি করতে যাচ্ছেন?”
আবার কারও মত, রণবীর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন। সে কারণে বিভিন্ন সময় এমন অদ্ভূত পোশাকে ধরা দেন। পোশাক নিয়ে পরীক্ষা নিরীক্ষা বরাবরই করেন রণবীর। তাঁর পোশাক নিয়ে চর্চাও নতুন কিছুই নয়। তবে এবার তারকা দম্পতির রংমিলান্তির পোশাক যেন সেভাবে মন ছুঁতে পারল না অনুরাগীদের।
প্রসঙ্গত, রণবীর এবং দীপিকার সংসারে এসেছে ছোট্ট মেয়ে দুয়া। আপাতত সন্তান নিয়ে ব্যস্ত বলিউডের পাওয়ার কাপল। দুজনেই কাজ থেকে বিরতি নিয়েছেন। চেটেপুটে সন্তানের বেড়ে ওঠা উপভোগ করছেন। চলতি মাসেই নাকি শুরু হবে ‘ডন ৩’ ছবির শুটিং। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে এবার শুটিং ফ্লোরে ফেরার কথা রণবীরের। দীপিকাও ধীরে ধীরে কাজে ফিরছেন। ফ্যাশন শো-তে অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। দুয়ার মা আবার কবে ফিরবেন ফিল্মি জগতে, তা এখনও স্পষ্ট নয়।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.