Advertisement
Advertisement
Ranojoy Bishnu

‘মিশমির আর আমার একটাই অপরাধ…’, প্রেমের গুঞ্জন নিয়ে কী সাফাই রণজয়ের?

হাত জোড় করে কী অনুরোধ করলেন অভিনেতা?

Ranojoy Bishnu gives explanation about his relationship with Mishmee Das
Published by: Sandipta Bhanja
  • Posted:May 29, 2024 5:08 pm
  • Updated:May 29, 2024 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে এক বছর আগেই। তার মাসখানেক পর থেকেই ইন্ডস্ট্রির অন্দরে জোর গুঞ্জন, রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন আরেক অভিনেত্রীর সঙ্গে। তিনি মিশমি দাস (Mishmee Das)। গত ডিসেম্বরে সৌরভ-দর্শনার বিয়েতে একসঙ্গে দুজনের উপস্থিতি নজর এড়ায়নি কারও! রণজয়-মিশমির প্রেমের জল্পনাযজ্ঞে সেই বিষয়টা যেন ঘৃতাহূতির মতো কাজ করে। উপরন্তু দুজনে একসঙ্গে সিরিয়ালও করছেন। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে তাঁদের দেখা যাচ্ছে জুটি হিসেবে। এযাবৎকাল সম্পর্কের গুঞ্জন নিয়ে দুই তারকা মুখে কুলুপই এঁটেছিলেন বটে! তবে বুধবার দুপুরে নিজেরাই সম্পর্কের জল্পনায় জল ঢাললেন।

এদিন ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকেই সেট থেকে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষোভপ্রকাশ করেন রণজয়-মিশমি। ক্যাপশনে লেখা, “দয়া করে কোনও গুজব ছড়াবেন না আমাদের নিয়ে। হাতজোর করে অনুরোধ করছি। আমাদের ইমেজটা নষ্ট করবেন না। অনেক বছরের পরিশ্রম আছে এর পিছনে। অনেক যত্ন করে লালন করেছি নিজের ভাবমূর্তিটাকে। এটা আমার খুবই গর্বের জায়গা।”

Advertisement

Mishmee Das 3

সেখানেই তাঁরা জানান যে, তাঁদের সম্পর্কের গুঞ্জনটা পুরোপুরি রটনা মাত্র! রণজয়ের মন্তব্য, “দয়া করে আমাদের ইমেজটা নষ্ট করবেন না। বাধ্য হয়ে ভিডিওটা করছি। বিগত কয়েক দিন ধরেই আমাকে এবং মিশমিকে নিয়ে একটা খবর ছড়াচ্ছে। যা আমাদের ব্যক্তিগতজীবনেও বেশ প্রভাব ফেলেছে। আমাদের একটাই অপরাধ হয়েছে, বন্ধুর বিয়েতে একসঙ্গে খেতে গিয়েছিলাম।” এটা যে সৌরভ-দর্শনার বিয়ের কথাই রণজয় বলছেন, তা আর বুঝতে বাকি থাকে না। এরপরই মিশমিকে পাশে নিয়ে অভিনেতার সংযোজন, “আমাদের মধ্যে শুধু সহকর্মী ও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। কেন আমার ব্যক্তিগতজীবন নিয়ে এত কাঁটাছেড়া হয়? বুঝি না। এই ভিডিওটা করে অনুরোধ করছি, আমাদের ছেড়ে দিন।”

[আরও পড়ুন: ‘খাকি ২’তে প্রসেনজিৎ-জিৎ-পরমব্রতর সঙ্গী টলিপাড়ার এই নায়িকা! জল্পনা তুঙ্গে]

মিশমি দাসকে নিয়ে এহেন গুঞ্জন ছড়ানোতেও বেশ চটেছেন রণজয়। অভিনেতাকে ওই ভিডিওতেই বলতে শোনা যায়, “এখনও সমাজে একটা মেয়েকে নিয়ে যে কোনও কথা বলা খুব সহজ। ওঁর একটা ব্যক্তিগত জীবন রয়েছে। আমরা একসঙ্গে কাজ করি। আর এই সমস্ত গুঞ্জন আমাদের দুজনের বন্ধুত্বের মধ্যেও প্রভাব ফেলছে। লোকজন আমাকে আর মিশমিকে ফোন করে জিজ্ঞেসও করছেন। এটা ভীষণ অনৈতিক। যে ভুয়ো খবর ছড়াচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” অভিনেত্রীর কথায়, “কোনও খবর রটানোর আগে দয়া করে যাচাই করে নেবেন।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RANO JOY (@rano_joy22)

[আরও পড়ুন: শরীর নিয়ে কটাক্ষের জবাব! বাথরোবে ছবি পোস্ট করলেন ঐশ্বর্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement