Advertisement
Advertisement
Deepika-Ranveer

রণবীর-দীপিকার মেয়ের থেকে ‘বড় প্রত্যাশা’ প্রাক্তন রণবীর কাপুরের, কী সেটা? 

প্রাক্তন প্রেমিকার সন্তানের থেকে কী আশা করেন রণবীর কাপুর? 

Ranbir Kapoor wanted to be the favorite actor of Deepika-Ranveer's child 
Published by: Sandipta Bhanja
  • Posted:September 9, 2024 2:36 pm
  • Updated:September 9, 2024 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় সব ক্ষততে মলমের প্রলেপ দিয়ে দেয়। দীপিকা পাড়ুকোনের প্রাক্তন হলেও তাঁর স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন রণবীর কাপুর। যে কোনও অনুষ্ঠানে দেখা হলে আড্ডা দিতেও দেখা যায় তাঁদের। দীর্ঘদিন আগেই রণবীর-দীপিকার সন্তান নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন কাপুরপুত্র। অন্যদিকে রণবীর সিংয়ের সঙ্গেও আলিয়া ভাটেরও দারুণ বন্ধুত্ব। 

রণবীর-আলিয়ার সন্তানসুখ যদিও বছর দুয়েক আগেই এসেছে। তবে এই গণপতি উৎসবের আবহেই শনিবার দীপিকার ঘরে লক্ষ্মী এসেছে। আর ঠিক সেই আবহেই ভাইরাল বলিউডের দুই রণবীরের পুরনো এক ভিডিও। দুই তারকা একবার একসঙ্গে ‘কফি উইথ করণ’ শোয়ে সঞ্চালক করণ জোহরের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই রণবীর কাপুর করণের প্রশ্নের উত্তরে ছক্কা হাঁকিয়েছিলেন। কাপুরনন্দন মনে করিয়ে দেন যে, দীপিকার সঙ্গে তাঁর বিচ্ছেদ এক দশকেরও বেশি সময় হয়ে গিয়েছে। তাই এসবে এখন আর কোনও প্রভাব পড়ে না। তিনি জানান, আমরা নিজেদের জীবনে বেশ ভালোভাবে এগিয়ে গিয়েছি। এবার ‘কফি উইথ করণ’ শোয়েরও অতীত ভুলে এগনো উচিত। রণবীর কাপুর জানান, “দীপিকা-রণবীর রাজযোটক। ওঁরা একসঙ্গে কতটা ভালো রয়েছেন, সেটা দেখলেই বোঝা যায়। ওঁদের জন্য আমি খুব খুশি। এবং আমি নিশ্চিত ওঁরা দারুণ সন্তানসাভ করবে। আশা করি, দীপিকা-রণবীরের সন্তান বড় হলে আমার অভিনয় পছন্দ করবে। আমিই যেন তার প্রিয় অভিনেতা হয়ে উঠতে পারি।” 

Advertisement

[আরও পড়ুন: প্রতিবাদের সঙ্গে চলছে পরমব্রতর পরিচালনাও, ‘পর্ণশবরীর শাপ ২’র কাজ কতদূর এগোল?]

অন্যদিকে, বলিউড মস্তানি মা হওয়ার পরই প্রাক্তন রণবীর কাপুরের সঙ্গে তাঁর সন্তানের নাম জুড়ে গিয়েছে, একটা বিশেষ কারণে। কীভাবে? জন্মের তারিখের সূত্র ধরে। দীপিকা পাড়ুকোণ ও রণবীর সিংয়ের সন্তানের জন্ম হয়েছে ৮ সেপ্টেম্বর। এই ৮ নম্বর আবার রণবীর কাপুরের অত্যন্ত প্রিয়। অভিনেতা এই নম্বরটিকে ভীষণভাবে শুভ মনে করেন। একাধিকবার সেকথা সংবাদমাধ্যমে জানিয়েছেন। এমনকী, তাঁর কাছে আট নম্বর দেওয়া টুপি ও টি-শার্টও নাকি রয়েছে। আলিয়ার পোশাকেও আট নম্বর দেখা গিয়েছে। আর তাই এই সংখ্যার যোগসূত্র ধরেই দীপিকা মেয়ে ও রণবীর কাপুরের নাম জুড়ে দিয়েছেন নেটিজেনরা। আলিয়া ভাটও গতকাল দারুণ প্রতিক্রিয়া দিয়েছেন বন্ধুর ঘরে কন্যাসন্তান হওয়ার আসার খবরে। 

[আরও পড়ুন: ১৪ বছর পর প্রিয়দর্শনের ‘ভূতবাংলো’তে অক্ষয় কুমার, ফ্লপের খরা কাটবে এবার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement